কেরালার কান্নুরে একটি পরিবার লক ডাউনে তার বাড়িতে একটি কুয়ো খনন করে। যার জন্য তাদের কোনো টাকা খরচ করতে হয়নি। পরিবারের সমস্ত সদস্যদের কথা মাথায় রেখে তারা সবাই মিলে এই কাজ করে। কুঁয়োর খনন করার জন্য তাদের প্রায় লক্ষ্য টাকা খরচ হতো।
কিন্তু তারা তা করেনি, তারা ছোটো বড়ো মিলিয়ে সবাই মিলে সেই কাজ করছে। এই ছবি এর মধ্যে টিভি এবং রেডিওতে ভাইরাল হয়েছে। প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।
আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে। আর এসব নিয়ে অনেক ঘটনা এমন ঘটেছে তার প্রকাশ্যে আসতেই আমরা সবাই অবাক।