বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশ যে পুরানো ধ্যান-ধারনা এবং গোঁড়ামি থেকে বের হয়ে ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হচ্ছে, তার বেশ কিছু উদাহরণ অতীতেও পাওয়া গেছে। তবে সম্প্রতি যে ঘটনাটি উঠে আসছে, তা ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়েছে।
অতীতে গ্রাম থেকে শহর সর্বত্রই পুত্রের আশায় হাজার হাজার কন্যা সন্তানকে গর্ভে থাকাকালীনই নষ্ট করে দেওয়া হত। অনেক ক্ষেত্রে শুধুমাত্র কন্যা হয়ে জন্মানোর কারণে কিছু সময়ের মধ্যেই তাকে খুন করা হতো কিংবা অন্য কোথাও বেচে দেওয়ার মতো নির্মম ঘটনার সাক্ষীও থাকতে গোটা দেশ। তবে বর্তমানে এসব ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে আর এর মাঝেই সম্প্রতি পরিবারে কন্যা সন্তান জন্মানোর কারণে সেই দিনটিকে উৎসব হিসেবে পালন করার মতো ঘটনা সামনে এলো।
মহারাষ্ট্রের বিদর্ভ নামক এলাকায় এক কৃষক পরিবারে কন্যাসন্তান জন্মানোর পর সেই দিনটিকে এমনভাবে পালন করা হলো, যা মুগ্ধ করে তুলেছে সকলকে। পুনে জেলার বালেওয়াড়ি এলাকার বাসিন্দা অজিত পান্ডুরং বালওয়াদকর। পেশায় কৃষক অজিতের পরিবারে এদিন এক ফুটফুটে মেয়ে জন্ম নেয় এবং এরপরে তিনি এতটাই খুশি হয়ে পড়েন যে, নাতনিকে বাড়িতে স্বাগত জানানোর জন্য হেলিকপ্টারের আয়োজন করে বসেন।
অজিতবাবু এদিন বলেন, “আমার নাতনিকে তার মায়ের সঙ্গে বাড়িতে স্বাগত জানানোর জন্য আমি একটি হেলিকপ্টার আয়োজন করি। আমি এবং আমার পুরো পরিবার বাড়িতে নতুন অতিথিকে নিয়ে আসার জন্য খুব উৎসাহিত হয়ে পড়ি। আর তাই হেলিকপ্টার সহ একাধিক আয়োজন করি আমরা।”
Maharashtra | Ajit Pandurang Balwadkar, a farmer from Balewadi hired a helicopter to bring his newborn granddaughter and daughter-in-law to his house in Balewadi from the maternal house of the daughter-in-law in Shewalwadi in Pune. (26.04) pic.twitter.com/T9dR8gxVqe
— ANI (@ANI) April 26, 2022
পুনের বাসিন্দা এই কৃষক শুধু মাত্র এখানেই থেমে থাকেননি। বরং তাঁর একমাত্র নাতনিকে স্বাগত জানানোর জন্য বাড়ির সামনের পুরো এলাকা সাজিয়ে তোলেন এবং আতশবাজির সাথে তাকে ঘরে প্রবেশ করানো হয়। স্বভাবতই, এই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সকলে প্রশংসায় ভরিয়ে দেয় তাঁকে।