বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), গোটা বিশ্বজুড়ে যার বিশাল সংখ্যক ভক্ত রয়েছে। তিনি এমন একজন ফুটবলারে যিনি ফুটবল বিশ্বকাপ না জেতা সত্ত্বেও সর্বকালের সেরা ফুটবলারদের তর্কে তার নাম উঠে আসে। আসন্ন প্রজন্মের তারকা ফুটবলাররা, যেমন কিলিয়ান এমবাপ্পে, এরলিং হ্যাল্যান্ড, ভিনিসিয়স জুনিয়রের মতো তরুণরা তাকে নিজেদের আদর্শ মানেন।
রোনাল্ডোদের মতো ফুটবলের দের জনপ্রিয়তা এতটাই বেশি যে তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের পাগল ভক্তরা যা খুশি তাই করতে পারেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে কটি ক্লাবে আজ পর্যন্ত খেলেছেন তার মধ্যে প্রায় সবকটির ক্ষেত্রেই এমন হয়েছে ম্যাচ চলাকালীন বা ম্যাচ শেষে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনী ভেদ করে তাকে একবার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসেরের অধিনায়ক। ইউরোপে নিজের কেরিয়ারের ২০ বছর কাটানোর পর এশিয়াতেও সমান জনপ্রিয়তা উপভোগ করছেন সিআরসেভেন।
আজ নিজের নতুন ক্লাবের হয়ে সৌদির কিংস কাপের ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি নিজে গোল না পেলেও তার দল জিতেছে ৩-১ ফলে। তাদের ম্যাচ ছিল সৌদি আরবের এই প্রথম ডিভিশনের ক্লাব ‘আভা’-র বিরুদ্ধে। সেই ম্যাচ চলাকালীনই মাঠে একটু দৃশ্য দেখা যায় যা পরবর্তীতে ফাইনাল হয়েছে।
ওই ম্যাচে রোনাল্ডোর খেলা দেখতে বিশ্বের সম্পূর্ণ অন্যপ্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন এক তরুণ। তার হাতে ছিল একটি পোস্টার যেখানে লেখা ছিল রোনাল্ডোর খেলা দেখার জন্য তিনি প্রায় ২৮ ঘন্টার যাত্রাপথ পাড়ি দিয়েছেন। পরে জানা গিয়েছে যে ওই ভক্ত আল নাসেরের ম্যাচ দেখতে সৌদি আরবে এসেছিলেন উত্তর আমেরিকা থেকে। যদিও ঠিক কোন দেশ থেকে তিনি সৌদি আরবে এসেছিলেন তা এখনো জানা যায়নি।
রোনাল্ডোর ইতিমধ্যে নিজের নতুন ক্লাবের হয়ে ৯টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন। সেই সাথে তার নামের সাথে যুক্ত হয়েছে দুটো অ্যাসিস্টও। যদিও এখনো অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করছেন যে আর হয়তো পর্তুগালের জার্সিতে দেখা যাবে না এই কিংবদন্তি থেকে। পর্তুগালের নতুন স্প্যানিশ কোচ রবার্ত মার্টিনেজ তাকে দলে ডাকবেন এমনটা ধারণা করছেন না কেউই। সত্যিই রোনাল্ডো শেষ পর্যন্ত পর্তুগাল দলের হয়ে মাঠে নামেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও ২টি সপ্তাহ।