বাংলাহান্ট ডেস্ক: ‘কিশমিশ’ (Kishmish) মুক্তির তারিখ যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে দেব (Dev) অনুরাগীদের মধ্যে। মাথা খাটিয়ে নানান রকম সব উপায় বের করছেন অভিনেতা, ছবির প্রচারের জন্য।কখনো মেট্রোয় উঠে প্রচার সেরেছেন, আবার কখনো প্রেমিকা রুক্মিনীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোম্যান্স করিয়েছেন। নিজেও প্রসেনজিৎ তৃষাণজিতের সঙ্গে রিল বানিয়েছেন।
আর এবারে এক অনুরাগীই প্রচার করে দিলেন দেবের ছবির। ‘কিশমিশ’ ছবির প্রেমের গান ‘অবশেষে ভালবেসে চলে যাব’র একটি লাইন নিজের হাতে খোদাই করিয়েছেন ওই অনুরাগী। গানটির কথা ও সুর নীলায়ন চট্টোপাধ্যায়ের। অরিজিত সিংয়ের কণ্ঠে গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
এই গানেরই ‘অবশেষে ভালবেসে চলে যাব’ কথাগুলি নিজের হাতে ট্যাটু করিয়েছেন দেব ভক্ত। টুইটারে ছবি তুলে সেকথা শেয়ার করতেই হতভম্ব অভিনেতা। দেবকে ট্যাগ করে ওই অনুরাগী লিখেছেন, ‘এই লাইনটার অর্থ আমার কাছে অনেক কিছু।’ টুইটের উত্তরে দেব অবাক হয়ে লিখেছেন, ‘এটা কি সত্যি নাকি!’ এ এক রকম ছবির প্রচারই হয়ে গেল বটে।
https://twitter.com/idevadhikari/status/1516061540281352211?t=2yBqCgG2p66W6fakcCltgg&s=19
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে কিশমিশ। অভিনব সব প্রচার কৌশল বের করেছেন তিনি এই ছবির জন্য। প্রথমে নিজের বিয়ের খবর ঘোষনা করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। তারপর কখনো মেট্রোয় উঠে প্রচার সেরেছেন, আবার কখনো প্রেমিকা রুক্মিনীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোম্যান্স করিয়েছেন। এমনকি নিজেও নেচেছেন প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে।
‘কিশমিশ’ এর জনপ্রিয় গান ‘তোকে তুই বলব না তুমি’র সঙ্গে নেচে ভিডিও বানিয়েছেন দেব প্রসেনজিৎ ও তৃষাণজিৎ। আসলে এই প্রজন্মের বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম রিল ভিডিওকেই প্রচারের জন্য হাতিয়ার বানিয়েছেন দেব। এমনকি নিজের প্রতি ছবির মতো কিশমিশ এর জন্যও ‘দাদাগিরি’তে এসে প্রচার করেছেন তিনি ও রুক্মিনী।