ম্যাচ হেরেও ভক্তের হাত থেকে মন ছুঁয়ে যাওয়া উপহার পেলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগে মন ছুঁয়ে যাওয়া ভঙ্গিতে একজন ভক্ত বিরাট কোহলিকে নিজের হাতে একা বিরাটেরই একটি চিত্র উপহার দিয়েছিলেন। ভক্তটি প্রথমে ভাবতে পারেননি যে তিনি নিজের হাতে বিরাটকে ওই উপহারটি দেওয়ার সুযোগ পাবেন। তার জন্য সেই আনন্দের মুহূর্তটি তখন এসেছিল যখন কোহলি সহ এবং ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে তাদের অনুশীলনের জন্য পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রবেশ করছিলেন।

সেই ভক্ত ম্যানেজমেন্টকে বলে কোহলির সঙ্গে দেখা করার সুযোগ পান এবং তার শিল্পকর্মটি প্রাক্তন ভারত অধিনায়কের হাতে তুলে দেন ও একসঙ্গে একটি ছবি তোলেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তরফ সোশ্যাল মিডিয়ায় হৃদয়-ছোঁয়া মুহূর্তের ভিডিও শেয়ার করেছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে ছিলেন। যদিও তার প্রতিফলন বিরাটের গতকালের পারফরম্যান্সে দেখা যায়নি। তিনি শুরুর দিকে ব্যাট করতে নেমে অ্যাডাম জাম্পার ওভারে একের পর এক ডট বল খেলে নিজের ওপর চাপ বাড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত ৭ বলে মাত্র ২ রান করে বড় শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন।

কাল বিরাট কোহলি ও রোহিত শর্মা বাদে বাকি ভারতীয় ব্যাটাররা অবশ্য ভালোই ব্যাটিং করেছেন। লোকেশ রাহুল ৫৫, সূর্যকুমার যাদব ৪৬ এবং হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৭১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে বড় স্কোর তুলতে সাহায্য করেছিলেন। তারমধ্যে লোকেশ রাহুল কাল টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ২০০০ রান পূর্ণ করেছেন। চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন কোহলি।

যদিও অত বড় রান (২০৮) তুলেও লাভ হয়নি। অক্ষর প্যাটেল বাদে বাকি সমস্ত ভারতীয় বোলারদের পরিকল্পনাহীন বোলিং এবং অসিদের সাহসী ব্যাটিংয়ের দৌলতে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে না পারলেও অধিনায়ক হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারের মুখ দেখবেন রোহিত শর্মা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর