প্রেম ভাঙতেই নতুন প্রস্তাব, হাঁটু মুড়ে বসে আদৃতকে গোলাপ দিলেন মহিলা অনুরাগী!

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি কমছে ঠিকই, জনপ্রিয়তা কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে ‘মিঠাই’ (Mithai) এর। দর্শকদের ভালবাসার পাশাপাশি একাধিক অ্যাওয়ার্ড শোতেও কাজের সম্মান পেয়েছেন মিঠাই ও সিদ্ধার্থ ওরফে সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায় (Adrit Roy)। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় মুখ আদৃত। বড়পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও ছোটপর্দা তাঁকে যে খ‍্যাতি দিয়েছে তা বাস্তবিকই অকল্পনীয়।

মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম‍্যান’ হলেও বাস্তবে কিন্তু তিনি একেবারেই অন‍্য রকম। অনুরাগীদের সঙ্গে দেখা হলে বেশ লাজুক হয়ে পড়েন তিনি। সম্প্রতি এক মহিলা অনুরাগী রীতিমতো হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে প্রোপোজ করেন আদৃতকে।

adrit
মিঠাইয়ের সেটের বাইরে প্রায় সময়ই ভক্তদের আনাগোনা থাকে। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের এক ঝলক দেখার ইচ্ছা, নিজে হাতে আঁকা ছবি উপহার দেওয়া বা একটা সেলফির আবদার চলতেই থাকে। সৌমিতৃষার মতো আদৃতও অনুরাগীদের ভালবাসার খুব কদর করেন।

তাই এমন মিষ্টি প্রস্তাব পেয়ে হাসিমুখেই ফুলটি নিলেন অভিনেতা। যদিও মুখে কিছুটা লাজুক লাজুক ভাব তাঁর। উল্লেখ‍্য, এমন ঘটনার অভিজ্ঞতা কিন্তু আগেও হয়েছে আদৃতের। সেটা অবশ‍্য অনস্ক্রিনে। হল্লা পার্টির সামনে হাঁটু মুড়ে বসে উচ্ছেবাবুকে ‘আই লভ ইউ’ বলতে দেখা গিয়েছিল মিঠাইকে।

IMG 20220315 183600
প্রসঙ্গত, আদৃতের ব‍্যক্তিগত জীবন নিয়ে এখনো মানুষের কৌতূহল তুঙ্গে। তাঁর দীর্ঘ দশ বছরের প্রেম, বিয়ে ভাঙার খবর এখন ‘হট গসিপ’ এর মতোই বিকোচ্ছে। কিন্তু বিষয়টা কখনোই সরাসরি স্বীকার করেননি আদৃত। এবারেও অভিনেতা জানান, তিনি যে প্রেম করছেন এমনটা কখনোই বলেননি। বিয়ে করছেন বা বিয়ে ভেঙেছে সেটাও একবারও বলেনি।

যে যা পারছে নিজের ইচ্ছামতো লিখে দিচ্ছে, অভিযোগ উচ্ছেবাবুর। তবে তিনি এসব লেখা নিয়ে আগ্রহী নন। তাঁর বাবা মাও এসব ‘গসিপ’ নিয়ে মাথা ঘামান না। ছেলে ভাল থাকলেই খুশি অভিভাবকরা। আর আদৃতের কথায়, তিনি একদম ভাল আছেন।

সম্প্রতি খবর মিলেছিল, নিজের অনস্ক্রিন ‘দিদিয়া’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গেই নাকি নতুন করে প্রেমে জড়িয়েছেন আদৃত। মিঠাই সিরিয়ালে আদৃতের তুতো দিদি নন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি। মিঠাইতে কাজ করতে করতেই নাকি দুজনের আলাপ ও তারপর প্রেম। বিষয়টা নিয়ে আদৃত স্পষ্ট বলেন, তিনি ও কৌশাম্বী খুবই ভাল বন্ধু। সেটাকে প্রেম বলে দাগিয়ে না দেওয়াই ভাল।

Niranjana Nag

সম্পর্কিত খবর