বাংলাহান্ট ডেস্ক: প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার অনেক উদাহরণ দেখা যায়। কেউ চিঠি লেখেন, কেউ পোস্টার বানান, কেউ কেউ আবার মন্দির, দোকানও খুলে ফেলেন পছন্দের নায়ক নায়িকার নামে। এক ব্যক্তি লিখলেন সুইসাইড নোট (suicide note)। কেন? প্রভাসের (prabhas) ছবির কোনো আপডেট নেই, তাই এই সিদ্ধান্ত ভক্তের!
পড়তে অবাক লাগলেও এ ঘটনা এক্কেবারে সত্যি। অন্ধ্রের বাসিন্দা ওই ব্যক্তি প্রভাসের যাকে বলে ডাই হার্ড ফ্যান। হা পিত্যেশ করে বসে থাকেন প্রিয় অভিনেতার ছবির জন্য। প্রভাসের আগামী ছবি ‘রাধে শ্যাম’ নিয়ে তাই খুবই উত্তেজিত ছিলেন তিনি। কিন্তু দিন যায়, মাস যায় ছবি নিয়ে কোনো আপডেটই আর আসে না। ধৈর্য হারিয়ে শেষমেষ সুইসাইড নোটই লিখে ফেললেন প্রভাস ভক্ত।
ইউ ভি ক্রিয়েশনস টিম এবং রাধে শ্যাম ছবির পরিচালক রাধা কৃষ্ণের নাম চিঠিতে উল্লেখ করে ওই ব্যক্তি অভিযোগ করেন, এঁরাই তাঁর আত্মহত্যার জন্য দায়ী থাকবেন। ব্যক্তির আরো অভিযোগ, অনেক দিন ধরে প্রভাসের ছবির আপডেটের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু ছবি নির্মাতারা ভক্তদের কোনো কথাই শুনতে রাজি নন। তাই আর জিজ্ঞাসাই করবেন না তিনি। ওই ব্যক্তি জানিয়েছেন, জীবনে কখনো চিঠি লেখেননি তিনি। এও ভাবেননি যে একটি ছবির জন্য সুইসাইড নোট লিখতে হবে তাঁকে।
তেলুগু ইন্ডাস্ট্রির অভিনেতা হলেও গোটা দেশ জুড়েই জনপ্রিয় প্রভাস। বিশেষত ‘বাহুবলী’ সিরিজের পর আরো বেড়েছে তাঁর জনপ্রিয়তা। সম্প্রতি প্রভাসের জন্মদিনের দিনই রাধে শ্যামের একটি টিজার শেয়ার করেছিলেন ছবি নির্মাতারা। ছবিতে অভিনেতার চরিত্রের নাম বিক্রমাদিত্য।
আগামী বছর ১৪ জানুয়ারি মুক্তি পেতে পারে এই ছবি। তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে তৈরি হবে এই ছবি। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউ ভি ক্রিয়েশনস, ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ।