বাংলাহান্ট ডেস্কঃ দেশ জুড়ে কৃষকদের (farmer) আন্দোলন আজকে ৩৮ তম দিনে পড়ল। দিল্লী সীমান্তে বিক্ষোভকারী কৃষকরা কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিল (agricultural bill) প্রত্যাহারের দাবিতে তাদের প্রতিবাদে অনড় রয়েছে। একদিকে যখন কৃষকরা এই বিক্ষোভ প্রদর্শন করছে, তখন গাজীপুর বর্ডারে এক ৭৫ বছর বয়সি এক কৃষক বাথরুমে আত্মহত্যা করেন।
আত্মহত্যা করার আগে কৃষক কাশ্মীর সিং তাঁর শেষ ইচ্ছা সূচক একটি সুইসাইড নোট লিখে গেছিলেন। সেই সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমি চাই দিল্লী-ইউপি সীমান্তে এখানে আমার শেষকৃত্য করুক আমার নাতি-নাতনিরা। এই শীতে আমরা এখানে আর কতদিন এভাবে বসে থাকব। সরকার নিজের সিদ্ধান্ত বদলাতে রাজী নয়, তাই আমি আত্মহত্যার পথ বেছে নিলাম’।
कृषि कानूनों के खिलाफ सिंघु बॉर्डर पर किसानों का विरोध प्रदर्शन आज 38वें दिन भी जारी है। 4 जनवरी को किसानों और केंद्र सरकार की वार्ता होगी। #FarmersProtests pic.twitter.com/RlHkrRKuEY
— ANI_HindiNews (@AHindinews) January 2, 2021
এদিন একদিকে যখন সকালের বৃষ্টিতে প্রতিবাদরত কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, অতখন অন্যদিকে এই বৃদ্ধ কৃষক কাশ্মীর সিং বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন। এই কৃষকদের সঙ্গে আন্দোলনে তাঁর পরিবারের ছেলে এবং নাতিরাও উপস্থিত রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের লেখা শেষ সুইসাইড নোটটি বর্তমানে পুলিশের কাছে রয়েছে।
গোটা দেশ জুড়ে কৃষকরা কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে। কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠকে বসলেও কোন সমাধান সূত্র বের হয়নি। এই কৃষি বিল কৃষকদের স্বার্থ রক্ষা করবে- কেন্দ্রের এইকথা কোনভাবেই মানতে নারাজ কৃষক পক্ষ। এইভাবে আন্দোলন করতে করতে বহু কৃষক নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। কিছুদিন আগেই এক অল্প বয়সী কৃষকও প্রতিবাদ স্থল থেকে বাড়ি ফির ঋণের বোঝা মাথায় থাকায় আত্মহত্যার পথ বেছেন নেন।