তৃণমূলকর্মীকে টার্গেট করে চলল কয়েক রাউন্ড গুলি, অভিযোগের তির বিজেপির দিকে

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল ও বিজেপি সংঘর্ষ নতুন কোনও ঘটনা নয়। আবারাও উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া (Bhatpara)। এক তৃণমূলকর্মীকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে কাঁকিনাড়ায় (Kankinara)।

জানা গিয়েছে, তৃণমূল কর্মীর নাম ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া। তাকেই লক্ষ্য করে গুলি করা হয়। অভিযোগের টির বিজেপির দিকে। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী মাথা লক্ষ্য করে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। স্থানীয়রা জানিয়েছেন, মুখ ঢাকা ওই দু’জন মোটর সাইকেলে চেপে এসেছিল। কয়েক রাউন্ড গুলি চালিয়েই তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

tmc 9

গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসকদলের অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের লোকেরাই ধর্মেন্দ্রকে গুলি করেছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের নিজেদের গণ্ডগোলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

BJP FLAG
এদিন খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুনের লোকজনই ধরুয়াকে গুলি করেছে। অর্জুন নিজে ২০০ লোককে খুন করেছে। ওর গায়ে রক্তের দাগ। সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিজেপির ছাতার তলায় গিয়ে অর্জুনের রক্ষা হবে না।”

থেমে থাকেনি অর্জুন সিংও, তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বাংলার মানুষ জানে কাদের মধ্যে তোলাবাজি নিয়ে গণ্ডগোল খুনোখুনি হয়। টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের জন্যই এই ঘটনা ঘটেছে।”


সম্পর্কিত খবর