টুইঙ্কলের লেখা গল্প থেকে আবারো হচ্ছে সিনেমা, এক দশক পর ফের অভিনয়ে ফিরছেন অক্ষয়-পত্নি!

বাংলাহান্ট ডেস্ক: বলিউড প্রেমীরা টুইঙ্কল খান্নাকে (Twinkle Khanna) চেনেন মূলত অক্ষয় কুমারের (Akshay Kumar) স্ত্রী এবং লেখিকা রূপে। এককালে তিনিও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বটে। কিন্তু রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে হয়েও অভিনয়টা কখনোই তেমন ভাল ভাবে করতে পারেননি টুইঙ্কল। তাই কলম দিয়েই নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

হাস‍্যরস মেশানো ও বুদ্ধিদীপ্ত লেখনীর জন‍্য বেশ নামডাক রয়েছে টুইঙ্কল ওরফে মিসেস ফানিবোনস এর। তাঁর লেখা গল্প থেকে ছবিও তৈরি হয়েছে। ‘প‍্যাডম‍্যান’ ছবির গল্প টুইঙ্কলের লেখা ‘দ‍্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ বইটি থেকে নেওয়া। এবার ফের ওই বইয়েরই গল্প ‘সালাম নোনি আপা’ ছবি হয়ে মুক্তি পেতে চলেছে বড়পর্দায়।

twinkle akshay Copy
সোশ‍্যাল মিডিয়ায় নিজেই সুখবরটা শেয়ার করেছেন টুইঙ্কল। পরিচালনায় রয়েছেন সোনাল ডাবরাল। অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, এলিপসিস এন্টারটেনমেন্ট এবং মিসেস ফানিবোনস মুভিজ যৌথ ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্ব নিচ্ছে। আগেভাগেই স্ত্রীর জন‍্য গলা ফাটাতে দেখা গিয়েছে অক্ষয়কে। তিনি জানিয়েছেন, নিজে গল্পটি শুনেছেন তিনি এবং তাঁর দারুন লেগেছে।

নিজের দিদা ও তাঁর বোনের সম্পর্ককে গল্পের আকারে তুলে ধরেছেন টুইঙ্কল। এর আগে গল্পটি নিয়ে একটি নাটকও হয়েছিল। আর এবারে সোজা সেলুলয়েডের পর্দায়। তবে টুইঙ্কলকে তাঁর লেখা গল্প নিয়ে তৈরি ছবিতে কোন চরিত্রে দেখা যাবে তা এখনো খোলসা হয়নি। অন‍্যান‍্য কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে সেটাও এখনো জানা যায়নি।

অক্ষয়ের হাতে আপাতত কয়েকটি ছবি রয়েছে। শেষ ছবি ‘বচ্চন পাণ্ডে’ ফ্লপ করেছে। আগামীতে রাম সেতু ছবিতে দেখা যাবে তাঁকে‌। এছাড়াও রঞ্জিৎ তিওয়ারির সিন্ডারেলা ছবিতেও অভিনয় করছেন অক্ষয় কুমার।


Niranjana Nag

সম্পর্কিত খবর