চলন্ত ট্রেনে প্রসব বেদনা মহিলার, দেবদূত হয়ে এগিয়ে এলেন মেডিক্যাল ছাত্রী! করলেন সফল ডেলিভারি

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা ওঠে। যন্ত্রণায় রীতিমতো ছটফট করছিলেন তিনি। তার পরিবারে লোকেরা ভেবে পাচ্ছিলেন না সেই মুহূর্তে ঠিক কি করা যায়। এমন সময় ওই অন্তঃসত্ত্বা মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী। সেই তরুণীর হাত ধরেই ট্রেনের মধ্যে জন্ম নিল এক শিশু।

গত মঙ্গলবার এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো অন্ধ্রপ্রদেশের অনকাপল্লি। এক আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য ওই অন্তঃসত্ত্বা মহিলা পরিবারের লোকেদের সাথে সওয়ার হন সেকন্দরাবাদ দুরন্ত এক্সপ্রেসে।অনকাপল্লি স্টেশন পার করতে তার শুরু হয়ে যায় প্রবল প্রসব বেদনা। ট্রেনের মধ্যেই যন্ত্রণায় অসম্ভব কষ্ট পেতে থাকেন তিনি। মহিলার পরিবারের লোকেরাও রীতিমতো দিশেহারা হয়ে পরেন।

এমন সময় ওই ট্রেনের মধ্যে থাকা এক ডাক্তারি ছাত্রী এগিয়ে আসেন সাহায্যের জন্য। ডাক্তারি ছাত্রীর সহায়তায় সন্তান প্রসব করেন ওই মহিলা। স্বস্তি ফিরে আসে মহিলার পরিজনদের মধ্যে। এই ঘটনার পর ওই ডাক্তারি পড়ুয়ার প্রতি রীতিমতো কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিলার পরিজনেরা। ট্রেনের সহযাত্রীরা ওই ডাক্তারি পড়ুয়ার উদ্যোগকে বাহবা জানিয়েছেন।

NEW BORN BABY NAME

সূত্রের খবর ওই তরুণী একজন এমবিবিএস পড়ুয়া। ডাক্তারি ছাত্রীটি কোনরকম যন্ত্র ও অপারেশন থিয়েটার ছাড়াই সফলভাবে প্রসব করান। তার এই নিষ্ঠাকে রেল কর্তৃপক্ষও কুর্নিশ জানায়। বর্তমানে নবজাতক ও তার মা সুস্থ আছেন। এতকিছুর পরেও ডাক্তারি ছাত্রীটির মন্তব্য তিনি শুধু তার দায়িত্ব পালন করেছেন, ব্যাস! তবে, তার মানসিকতা দেখে মুগ্ধ নেটিজেনরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর