বাংলা হান্ট নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে কয়েকদিন আগে ক্রিকেট সংস্থার আর্থিক দুর্নীতির খবর অনেকেই শুনে থাকবেন। ওই সংস্থার দুর্নীতি এতটাই মারাত্মক আকার নিয়েছিল যে একটি করে কলার দাম দেখানো হয়েছিল ৩৫ লক্ষ টাকা। এবার জম্মু এবং কাশ্মীরে ঘটলো একই ঘটনা। তবে এখানে ক্রিকেট নয়, দুর্নীতির সাথে জড়িয়েছে একটি ফুটবল সংক্রান্ত সংস্থা।
জম্মু ও কাশ্মীরের ফুটবল সংস্থাতেও জেকেএফএ-এর সাম্প্রতিক আর্থিক লেনদেনের হিসাব সামনে আসার পর সেই হিসাব আবারও মনে করিয়ে দিচ্ছে উত্তরাখণ্ডের সেই দুর্নীতিকে। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন ফুটবল দলকে খাওয়ানোর বিরিয়ানির বিল বাবদ তারা শ্রীনগরের একটি রেস্তোরাঁকে ৪৩ লক্ষ টাকা পেমেন্ট করেছে! কিন্তু তদন্ত করে জানা যায় যে ওই সেই বিরিয়ানি বাস্তবে তারা কেনেইনি। গোটা বিষয়টিই ভুয়ো।
এই ঘটনা জানার পর আর্থিক দুর্নীতির দায়ে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছে জম্মু এবং কাশ্মীর দুর্নীতি বিরোধী শাখা। ওই কোম্পানির প্রেসিডেন্ট জামির ঠাকুর, কর্ম<span;>কর্তা এস এ হামিদ,<span;> কোষাধ্যক্ষ এসএস বান্টি এবং সদস্য ফায়াজ আহমেদ, এই কজনের বিরুদ্ধেই মূল অভিযোগ। আর্থিক দুর্নীতি সহ আরও কিছু অভিযোগ ওঠে এসেছে তাদের নামে।
এই দুর্নীতির বিরুদ্ধে প্রথমবারের জন্য সরব হন জম্মু কাশ্মীরের প্রাক্তন তারকা ফুটবলার আব্দুল খালিক ভাটের ছেলে মুস্তাক আহমেদ ভাট। তিনিই অভিযোগ তোলেন যে জম্মু কাশ্মীরের ফুটবলের উন্নতিসাধনের জন্য সেই রাজ্যের স্পোর্টস কাউন্সিল থেকে ৫০ লক্ষ টাকা হাতে পেয়েছিল জেকেএফএ সংস্থাটি। দুটি বড় মাপের প্রতিযোগিতা, খেলো ইন্ডিয়া এবং মুফতি মেমোরিয়াল গোল্ড কাপে ওই টাকা ইনভেস্ট করার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে গোটা টাকার বেশিরভাগ অংশেরই অপব্যবহার করা হয়েছে।পুলিশ তদন্ত করে সকল জড়িত ব্যক্তিদের বার করে আনার চেষ্টা করছে।