বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। বছরের পর বছর ধরে এই যানবাহনের সাথে জড়িয়ে রয়েছে শহরবাসীর আবেগ-অনুভূতি। কিন্তু এবার আদালতের নিয়ম মেনে ক্রমশই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি (Yellow Taxi)।
বিলুপ্তির পথে কলকাতার হলুদ ট্যাক্সি (Yellow Taxi)!
কলকাতার রাজপথে প্রতিদিন যে হলুদ ট্যাক্সির দাপাদাপি দেখে অভ্যস্ত সবাই এক ঝটকায় তার থমকে যাবে একথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে শহরবাসীর। বর্তমানে কলকাতার রাজপথে যে সমস্ত হলুদ ট্যাক্সি দেখা যায় তাদের বেশিরভাগই পুরনো। বয়স ১৫ বছরের অনেক বেশি। তাই ইতিমধ্যেই বসে গিয়েছে একাধিক অ্যাম্বাসাডর।
জানা যাচ্ছে,পনেরো বছরের আইনের কারণে আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে শহর থেকে প্রায় তিন হাজার ট্যাক্সি বাতিল হয়ে যাবে। এমনিতেই কমতে কমতে এই হলুদ ট্যাক্সি সংখ্যা এসে দাঁড়িয়েছে চার হাজারে। তাই এবার এই সমস্ত হলুদ ট্যাক্সিকে বাঁচাতেই একত্রিত হয়েছে শহরের চার ট্যাক্সি সংগঠন।
বাকি ট্যাক্সিগুলি যাতে টিকে থাকতে পারে তার জন্যই তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তার জন্যই এদিন, বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন, এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন এবং ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলে এই ফোরাম তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: গুলির শব্দে কেঁপে উঠল স্বর্ণমন্দির! সাতসকালে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপর হামলা
কলকাতা শহরের বুকে হলুদ ট্যাক্সি বাঁচিয়ে রাখতেই তাঁরা এবার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর হস্তক্ষেপ চাইছেন। তার জন্যই এই হলুদ ট্যাক্সি সংক্রান্ত দাবী দাওয়া নিয়ে চলতি সপ্তাহেই পরিবহন মন্ত্রীকে একটি চিঠিও দেবেন বলেও জানিয়েছেন ফোরামের নেতারা। তাদের দাবি ১৫ বছরের আইন মেনে পুরনো হলুদ ট্যাক্সি বসে গেলেও ওই পারমিটে হলুদ রঙের নতুন গাড়ি নামানো হোক।
এপ্রসঙ্গে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম বসু জানিয়েছেন,’আমাদের বেশ কিছু দাবি-দাওয়া আছে। সেগুলো জানিয়ে পরিবহণমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। হলুদ ট্যাক্সিকে বাঁচাতেই হবে।’ পাশাপাশি ফোরামের অন্য সদস্য এআইটিইউসি-র ট্যাক্সি সংগঠনের আহ্বায়ক নওয়ালকিশোর শ্রীবাস্তব বলেন, ‘হলুদ ট্যাক্সিকে বাঁচাতে আমরা চার সংগঠন একত্রিত হয়ে এই ফোরাম তৈরি করলাম।’ ফোরামের নেতাদের আশঙ্কা আগামী দিনে ট্যাক্সি হলুদ ট্যাক্সি বাতিল হওয়ার ফলে বেসরকারি ক্যাব সংস্থার দাপট বাড়বে।