বাংলা হান্ট ডেস্কঃ সুরক্ষা কাউন্সিলে ব্যাপক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারত (India) বলেছে যে অস্থায়ী সদস্যর মেয়াদকালে ভারত মানবাধিকার এবং বিকাশের মতো মূল মূল্যবোধ প্রচার করবে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, ভারতের জোরও বহুপাক্ষিকতার পক্ষে থাকবে।
বলে রাখি, ভারত আজ ১ জানুয়ারি থেকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে। UNSC তে পাঁচ স্থায়ী সদস্য আর ১০ জন অস্থায়ী সদস্য থাকে। ভারত এই নিয়ে অষ্টমবার UNSC তে অস্থায়ী সদস্যের পদ পেল।
তিরুমূর্তি বলেন, বিশ্বের সবথেকে বড় লোকতান্ত্রিক দেশ হিসেবে আমরা গণতন্ত্র, মানবাধিকার আর উন্নয়নের মূল মান প্রচার করব। উনি বলেন, ভারতের বার্তাটি হ’ল আমরা কীভাবে সংহত কাঠামোয় বিভিন্নতা প্রচার করতে পারি যা জাতিসংঘে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয়।
উনি বলেন, বিভিন্ন রুপে পরিষদে বৃহৎ সহজগের প্রয়োজনীয়তা গুলো দেখবে। উনি বলেন যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে কোনও অচলাবস্থার কারণে জরুরি জায়গা যথাযথভাবে মোকাবেলা করতে পারে না এমন জায়গা হওয়া উচিত নয় এটি।