রমজানের আগে ভাইরাল হল ছাগলের ভিডিও, দিল অদ্ভুত বার্তা

করোনা ভাইরাসের মোকাবিলা করতে সবাই এখন স্বেচ্ছায় ঘর বন্দী। তাদের ইচ্ছে হলেও কোনো উৎসব অনুষ্ঠান পালন করার নিয়মিত নেই। কিন্তু টা বলে তো আর সময় থেমে নেই। দেখতে দেখতে চলেই এলো পবিত্র রমজান। কিন্তু এই রমজানের উৎসবের একটা সুস্বাদু খাবার হলো বিরিয়ানি। আর মানুষ যাতে বাইরে না বেরিয়ে মাংস কেনে আর না রোগের প্রকোপ এ পড়ে সেই জন্য

লোকদের সচেতন করার জন্য ড্যানিশ সাইট নামের একজন কৌতুক অভিনেতা ছাগলের মিম তৈরি করে তা নিজের ইন্সটা অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি ঠাট্টার ছলে একটা মারাত্মক বার্তা দিয়েছেন,  তিনি লিখেছেন “নিজেও বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন, বিরিয়ানি অপেক্ষা করতে পারেন”। আর এই ভিডিওটি মুহূর্তে জনপ্রিয় হয়েছে।

https://www.instagram.com/p/B_SyFUyliho/?igshid=1fmintgr5l8e3

দানিশ ব্যাঙ্গালুরুতে এই মেম তৈরি করেছেন, এই ভিডিওটিতে দেখা গেছে ছাগলটি বলছে, “আমি জানি ঈদ হওয়ার সাথে সাথে তোমরা সবাই আমার জীবনের পিছনে পড়ে, কারণ আমি বিরিয়ানি খেতে আরো সুস্বাদু করে তুলি। কিন্তু এখন বাঁচতে চাইলে ঘরে থাকো বাইরে বেরিও না। করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। আজ মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে।

জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবে। কেউই ভাবেনি একদিন এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কিন্তু হ্যাঁ তার মধ্যেই মানুষ রোজ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে আবার সব স্বাভাবিক হবে কোরোনার অভিশাপ কেটে যাবে।কৌতুক অভিনেতা সায়েত, আজকাল সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। আর এভাবেই সচেতনতা ছড়াচ্ছে।


সম্পর্কিত খবর