করোনা মহামারি: অভুক্ত পুরো পরিবার তাই আবর্জনা যুক্ত ধান কুড়িয়ে নিল এক বালিকা

চন্ডীগড়ের একটি এলাকায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তা প্রকাশ্যে আসতেই অনেকেই হতবাক। একটি ছোট্ট শিশু ধানের ফেলে রাখা বর্জ থেকেই ধান কুড়াছিল। কারণ শিশুটি জানায় সে অনেক দিন ধরে খেতে পায়নি সাথে তার পুরো পরিবারের লক খেতে পায়নি।

আর এই ঘটনার পর প্রশাসন জানায় যে তারা অনেক টাকা বরাদ্দ করে অনেক গম পাঠিয়েছে কিন্তু টাও কেন গরীব মানুষের খাবার জুটছে না তা অজানা।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।

corona virus getty

এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।দিন আনে দিন খায় সেই সব মানুষের জীবনে অনেক সমস্যা বেড়ে গেছে কাজ বন্ধ হওয়াতে তারা খেতে পারছে না।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।

সম্পর্কিত খবর