এক গ্লাস মদই হল সৌন্দর্য বৃদ্ধির গোপন রহস্য, মত গবেষকদের

বাংলাহান্ট ডেস্কঃ মদ্যপান (Drinking) এবং ধূমপান (Smoking) স্বাস্থের পক্ষে ক্ষতিকারক। মদ্যপান একটি খারাপ অভ্যাস। মদ ছাড়ুন ও ছাড়ান। বিভিন্ন দিকে এই ধরনের শ্লোগান সর্বত্রই শোনা যায়। যে পরিবারের কর্তা বা পরিবারের অন্য কোন সদস্য মদপানে আসক্ত হলে, সেই পরিবারের প্রভূত ক্ষতি হয়। অতিরিক্ত মদ্যপান করার পর মানুষ স্বাভাবিক আচরণ ক্ষমতা হারিয়ে ফেলে। যার ফলে সে তাঁর পারিপার্শ্বিক পরিস্থিতি সম্বন্ধে জ্ঞান হারিয়ে ফেলে।

drink 22222

এই মদ্যপান বিষয়ে ইংল্যান্ডের (England) ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের (Bristol University) গবেষকরা কিন্ত উল্টো কথা বলছেন। তাঁদের মতে নিয়মিত মদ্যপান কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়ক হয়। প্রতিদিন অল্প পরিমানে মদ্য পান করলে আপনিও হতে পারেন সুন্দর রূপের অধিকারী।

গবেষকরা এই মদ্যপানের উপর একটি সমীক্ষা চালায়। তাঁরা ইংল্যান্ডের ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রীকে মদ্যপান করার আগের এবং মদ্যপান করবার পররে ছবি তুলে তাদেরকে পাঠাতে বলেন। তাঁদের পাঠানো সেই ছবি গুলোকে নিয়ে পরীক্ষা করে তাঁরা এক সিদ্ধান্তে উপনীত হন। গবেষকরা জানান, মদ্যপানের পূর্বেকার ছবির অপেক্ষা এক গ্লাস মদ্যপানের পরবর্তী ছবিগুলোতে ছাত্র-ছাত্রীদের বেশি সুন্দর দেখতে লাগছিল।

drink 333333

গবেষকরা বলেন, এক গ্লাস মদ খাওয়ার পর তাঁদের চোখের মণি ও গালে হালকা পরিবর্তন দেখা যায়। যার ফলে আগের তুলনায় তাঁদের দেখতে বেশি সুন্দর এবং ঝরঝরেও লাগছিল তাঁদের। তবে এক গ্লাসের বেশি মদ পান করার পর তাঁদের দেখতে আর আগের মত সুন্দর লাগছিল না। তাই নিয়মিত এক গ্লাস মদ্যপানই সৌন্দর্য বৃদ্ধির গোপন রহস্য।

Smita Hari

সম্পর্কিত খবর