১০০ টাকায় বিক্রি হচ্ছে এক একটা পেয়ারা, কেনার জন্য লাইন দিচ্ছে লোকজন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে বাজার অগ্নিমূল্য হয়ে গিয়েছে। সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। সবজি থেকে ফল সবকিছুরই দাম অত্যন্ত বেশি। সাধারনত এক কিলো পেয়ারার দাম হয় ৩০ বা ৪০ টাকা।

কিন্তু সেটা যদি ১০০ টাকা হয়, তাও আবার ১টি পেয়ারার দাম? হ্যাঁ ঠিকই পড়েছেন, এমনই সোনার দামে বিক্রি হচ্ছে এক একটি পেয়ারা।

এই ঘটনা হরিয়ানার কন্ডেলা গ্রামের। সেখানেই এক একটি পেয়ারা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এমনকি বেদানা, আপেলের মতো দামী ফলের দামও এত বেশি নয়। তাহলে পেয়ারার এত দাম হল কীকরে? আসলে এই ফল সাধারন নয়। এই পেয়ারা থাইল্যান্ডের। এক একটি পেয়ারার ওজন ৮০০ গ্রাম থেকে ১ কিলো পর্যন্ত। এই ফলের বাগানের মালিক সুনীল কন্ডেলা। বছর দুয়েক আগে তিনি তিন একর জমিতে ফলের বাগান করেছিলেন। তার মধ্যে এক একরে করেছিলেন থাইল্যান্ডের পেয়ারার চাষ। জানা গিয়েছে এই বছর পেয়ারার উৎপাদন অনেকটাই বেশি।

সুনীলের এই থাইল্যান্ডের পেয়ারা কেনার জন্য এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে। পেয়ারার জনপ্রিয়তা এতই বেশি যে সেগুলো বিক্রি করার জন্য আলাদা করে কোনও মার্কেটিংয়ের দরকার পড়ে না সুনীলের। যেতে হয় না বাজারেও। জৈবিক পদ্ধতিতে উৎপাদন করা এই পেয়ারার স্বাদ অত্যন্ত মিষ্টি। পাশাপাশি এক একটি পেয়ারার আকারও আকর্ষণ করছে ক্রেতাদের। সম্প্রতি পানিপত কৃষি বিভাগের একটি দলও সুনীলের এই পেয়ারা বাগান দেখতে যান। পেয়ারার মানও যে বেশ ভাল তাও তাঁরা স্বীকার করেন।

X