এখনও চলছে সংঘর্ষ! ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াইতে খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জওয়ান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনী ৩১ জন মাওবাদীকে হত্যা করেছে। ইতিমধ্যেই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করে বস্তার আইজি সুন্দররাজ পি জানিয়েছেন যে, এনকাউন্টারে ৩১ জন মাওবাদী খতম হয়েছে।

ছত্তিশগড়ে (Chhattisgarh) চলছে গুলির লড়াই:

বর্তমানে ওই এলাকায় তল্লাশি চলছে বলেও জানা গিয়েছে। তবে, এনকাউন্টারে ২ জন জওয়ান শহিদ হয়েছেন ও ২ জন আহত হয়েছেন। আহত সেনাদের হেলিকপ্টারে করে রায়পুরে (Chhattisgarh) পাঠানো হয়েছে। আইজি জানান যে, মাওবাদীদের সম্পর্কে তথ্য পাওয়ার পরেই ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়েছিল। সকাল থেকে গোলাগুলি চলছিল।

A gunfight is going on in the jungles of Chhattisgarh.

বর্তমানে মাওবাদীদের ঘিরে রেখেছে বিজাপুর ডিআরজি, এসটিএফ এবং বস্তার ফাইটার্সদের জওয়ানরা। এই বিষয়ে ডিআইজি বলেন, এটি একটি বড় অভিযান, মাওবাদীদের মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তথ্য অনুযায়ী, নিহত নকশালদের কাছ থেকে অনেক স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: IPL-এ উঠবে ঝড়! প্রস্তুতি শুরু করলেন KKR-এর “তুরুপের তাস”, বেজায় খুশি অনুরাগীরা

বিজেপির শাসনকালে ২১৯ জন মাওবাদী খতম হয়েছে: জানিয়ে রাখি, চলতি বছরের এখনও পর্যন্ত ৬৭ জন মাওবাদী খতম হয়েছে। অপরদিকে, শহিদ হয়েছেন ১০ জন সেনা। গত ৪ জানুয়ারি আবুজহমাদের জঙ্গলে ৫ জন মাওবাদী নিহত হয়। এরপরে, গত ৯ জানুয়ারি সুকমায় ৩ জন মাওবাদী, ১২ জানুয়ারি বিজাপুরে ৫ জন, ১৬ জানুয়ারি কাঙ্কেরে ১৮ জন, ২০-১২ জানুয়ারি ১৬ জন এবং রবিবার বিজাপুরে ৩১ জন মাওবাদী নিহত হয়। এর আগে ২ ফেব্রুয়ারিও ৮ জন মাওবাদী খতম হয়েছিল। ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশের মতে, ওই রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এখনও পর্যন্ত ২১৯ জন মাওবাদীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: গজব বেইজ্জতি! এই কারণে পাকিস্তানকে “ব্যান” করল FIFA, লাটে উঠল পড়শি দেশের ফুটবল

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিল। ওই হামলায় ৮ জন ডিআরজি সৈন্য শহিদ হন এবং গাড়ির চালক প্রাণ হারান। ওই হামলার পর অমিত শাহ ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদী নির্মূল করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর