বাংলা হান্ট ডেস্ক : ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে বিতর্ক তুঙ্গে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই সাম্প্রদায়িক হানাহানির ভয়ে নিষিদ্ধ করেছে এই ছবি। এমনকি এই সিনেমা দেখতে গিয়ে পুলিসের কাছে মার খাওয়ার দৃশ্যও দেখা গেছে। এদিকে বিভিন্ন মুসলিম সংগঠন তীব্র বিরোধিতা করেছে এই ছবিটির। পরিস্থিতি যেমনই হোক, বক্স অফিসে যে এই ছবি তুমুল জনপ্রিয়তা পেয়েছে তা বলাই যায়।
ইতিমধ্যে সামনে এল আর একটি ঘটনা। যার পর এই ছবি নিয়ে বিতর্ক আরও বড় আকার নিলে অবাক হওয়ার কিছু নেই। জানা যাচ্ছে, গুজরাটের এক তরুণী ‘দ্যা কেরালা স্টোরি’ দেখার পরই নিজের বিয়ে ভেঙে দেন। কারণ তাঁর হবু স্বামী ছিলেন একজন মুসলিম। এরপরই বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে। অনেকেই অবশ্য ওই মহিলার সিদ্ধান্তকে সমর্থনও করেন।
In Gujarat a Hindu girl cancelled her wedding with a M guy after watching #TheKeralaStory.
Now you know why ‘seculars’ are so rattled with this movie.. it’s proving to be an eye opener for Hindu girls. pic.twitter.com/9SGZPjDZKV
— Mr Sinha (@MrSinha_) May 16, 2023
এত বিতর্কের মধ্যেই জানা গেল, সুদীপ্ত সেন নাকি ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) সিক্যুয়েল বানাতে চলেছেন। সত্যিই কী এমনটা প্ল্যান পরিচালকের? এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে।
পরিচালক বলেন, ‘সেভাবে এখনও কিছু ভাবিনি। আসলে আমরা যখন আলোচনাতে বসি, তখন নানারকম আইডিয়া আসে মাথায়। তবে এখনও সিক্যুয়েলের কোনও চূড়ান্ত প্ল্যান তৈরি হয়নি। সবে তো ১২ দিন হয়েছে ছবিটা মুক্তি পেয়েছে। এখনই কীভাবে ভাবব!’
পরিচালক সুদীপ্ত আরও বলেন, ‘প্রথমে ছবিটা ভাল করে ডিস্ট্রিবিউট করি। যতজনকে ছবিটা দেখাব ভেবেছিলাম, তার পাঁচ শতাংশও এখনও দেখেনি। তাই আগে এই ছবিটা ভাল করে দেখুক সবাই। নতুন ছবির কথা ভাবব জুন মাস থেকে।’