মৎসজীবীদের জালে উঠল বিশাল বাক্স, খুলতেই বেরোল শত কোটি টাকার দ্রব্য

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘ঝুলি খুলতেই বেরোল বেড়াল’,  প্রবাদ কথা। কিন্তু তা এমন ভাবে সত্যি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি দিন আনতে দিন খাওয়া মামল্লাপুরমের জেলেরা। জেলেরা সাগরে গিয়েছিলেন মাছ ধরতে, কিন্তু জাল ফেলতেই জালে ধরা পড়ল একটি বড় বাক্স। আর তা দেখে প্রায় মাঝসাগরেই জেলেদের চক্ষু ছানাবড়া। এমন ঘটনা যা তারা মোটেই আগে ভাবেননি। ঘটনাটি ঘটছে, ভারতের তামিলনাড়ু (Tamil Nadu) রাজ্যের মামল্লাপুরমের (Mamallapuram) সমুদ্র সৈকতে।

জানা গিয়েছে, জেলেরা বাস্কটি পাওয়ার পর ভেবেছিলেন ফেলে দেওয়া জিনিস। তারা ফেলতে গিয়েও ফেললেন না। কৌতূলবশত তারা বাক্সটি খুলেন। দেখলেন ভিতরে রয়েছে শত কোটি টাকা মূল্যের জিনিস! তখন তার ওপরে লেখা পড়ে তারা ভাবলেন এটি একটি চায়ের টিন। কারণ সেখানে লেখাই ছিল ‘রিফাইন্ড টি’। কিন্তু আপাতভাবে চায়ের টিন মনে হওয়া সেই ব্যারেল খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে সাদা পাউডারের প্যাকেট। সঙ্গে সঙ্গে তারা খবর দিল পুলিশকে।

পুলিশ এসে বাক্সের ভিতরের জিনিসগুলো দেখলেন এবং বললেন এগুলি মাদক। প্রায় ৭৮ কেজি, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো মাদক পাচারকারি দল কোনো মতলবে এটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। পরে সেটা মৎসজীবীদের হাতে এসে পড়ে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত খবর

X