জেলদের বড়শিতে ধরা পড়ল দৈত্যাকার মাছ! ওজন ও দাম জানলে আঁতকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : এক কেজি বা দু কেজি নয়, বড়শিতে উঠে এল ১৩০ কেজি ওজনের একটি মাছ। আর এই অতিকায় দানব আকৃতির মাছটির নাম শাপলাপাতা (Leopard Stingray)। অবাক লাগছে ? তবে আপনি বিস্মিত হলেও এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারের টেকনাফ উপকূলে। আবদুল আমিন নামে এক জেলের বড়শিতে অতিকায় এই মাছটি ধরা পড়েছে।

জানা গিয়েছে, বিশাল আকারের শাপলাপাতা মাছটি উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই দলে দলে ভিড়ে জমান আট থেকে আশি সকলেই। শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়। যদিও, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তিনজন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। কোরালসহ বড় আকারের মাছ ধরার উদ্দেশ্যেই তারা সাগরে বড়শি ফেলেছিলেন। ভোরে বড়শিতে বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি ধরা পড়ে। এরপর ২০ হাজার টাকা মণ দরে প্রায় ৭০ হাজার টাকায় মাছটি কেনেন টেকনাফের নুর মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ী।

big fish 4

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাছটি স্টিংরে প্রজাতির একটি মাছ যার বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা। ইংরেজি নাম ল্যাপার্ড স্টিংরে। এ প্রজাতির মাছ সমুদ্রের অগভীরে তলদেশ ঘেঁষে বিচরণ করে। তবে, জেলেদের বিভিন্ন সভা-সেমিনারে এই শাপলাপাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয় বলেও তিনি জানান।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর