৬৬ লাখ টাকার চাকরি ছেড়ে শুরু করেন ফুড ব্লগিং, এই মহিলা ইঞ্জিনিয়ারের এখন আয় 7 কোটি টাকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ছিলেন ইঞ্জিনিয়ার, তারপর পাল্টে ফেললেন পেশা। পেশায় ইঞ্জিনিয়ার সেই মহিলা তার বার্ষিক 66 লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে একটি নতুন কাজ শুরু করেন। আর সেখান থেকেই এখন পর্যন্ত 4 কোটি টাকারও বেশি আয় করতেই উঠে আসেন খবরের শিরোনামে। জানা গিয়েছে, এই মহিলা তার চাকরি নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি চাকরি ছেড়ে দেন এবং ডেলিশ ডিলাইটস নামে একটি ফুড ব্লগ করেন।

ওই মহিলা জানান, 2013 সালের কথা। সেই সময় চাকরি ছেড়ে দেওয়াটা ছিল একটা ধাক্কার মতো কিন্তু বাস্তবে এটা ছিল আরও বড় কিছুর সূচনা মাত্র। মহিলার নাম জেনিন টরেস। একটি প্রতিবেদনে টরেস বলেছিলেন যে, ব্লগে কাজ করার সময় তিনি দ্বিতীয় বারের জন্যও চাকরির অফার পেয়েছিলেন। প্রথমদিকে অবশ্য জেনিন কাজের পাশাপাশি তিনি প্রতিদিন একটি ব্লগ লিখতেন। ধীরে ধীরে Delish D’ Lites বাড়তে থাকে এবং 3 বছরের মধ্যে ব্লগে মাসে প্রায় 15 হাজার পাঠক আসতে শুরু করে।

মহিলার মতে, ধীরে ধীরে বাড়তে থাকে আয়। 2019 সালে, তিনি একটি পডকাস্ট Yo Quiero Dinero শুরু করেছিলেন। এতে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করতেন এবং অন্যদের বলতেন কীভাবে অর্থোপার্জন করা যায়। সূত্রের খবর, জেনিন টরেস বয়স এখন 37। তিনি ইতিমধ্যেই আয়ের 10টি উৎস তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে ব্লগ, পডকাস্ট বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল কোর্স ডাউনলোড এবং ব্র্যান্ড পার্টনারশিপ।

এখনও পর্যন্ত সব মিলিয়ে তিনি গড়ে প্রায় 29 লাখ ($35,000) মাসে আয় করেন। এই মহিলা বলেছেন যে একজন উদ্যোক্তা হিসেবে জীবন শুরু করার পরে, এই বছরের আগস্টে, তার মোট উপার্জন 4 কোটি টাকারও বেশি। মহিলাটি বিভিন্ন উত্স থেকে কীভাবে অর্থ উপার্জন করা যায় সে সম্পর্কে অন্যান্য ব্যক্তিদের টিপসও দিয়েছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X