ফ্রিতে নয়! পোষ্য ছাগলের জন্যও রেলের টিকিট কাটলেন মহিলা, মন জয় করে নেবে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ভাইরাল (Viral Video) হয়। তার মধ্যে কিছু ঘটনা থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। আবার এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার কখনো কখনো। এমন বহু মানুষ আছেন যারা লোকাল ট্রেনে চড়লে টিকিট কাটেন না।

টিকিট না কেটে তারা অনেক সময় ফাঁকি দেন সরকারকে। কিন্তু এটি সম্পূর্ণ আইন বিরুদ্ধ। প্রত্যেকের উচিত ট্রেনে সফর করার আগে নির্দিষ্ট মূল্যে টিকিট ক্রয় করা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে যা অনেকেই চমকে দিয়েছে। এক মহিলা লোকাল ট্রেনের সফর করার সময় তার ছাগলের জন্যও টিকিট কেটেছেন।

   

আরোও পড়ুন : বাবা হতদরিদ্র নাপিত, নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে WBCS ক্র্যাক বিকাশের

মহিলার এই সততা মন জয় করে নিয়েছে অনেকের। এক IAS অফিসার ঘটনার ভিডিও প্রথম পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ট্রেনে উঠেছেন তার ছাগল নিয়ে। এরপর TTE এসে ওই মহিলার কাছে ট্রেনের টিকিট দেখতে চান। তখন ওই টিকিট চেকার জানতে পারেন যে ওই মহিলার সাথে রয়েছে একটি ছাগল।

আরোও পড়ুন : লোকনাথের জন্মদিনে এভাবে করুন পুজো, তুষ্ট হবেন বাবা! দেবেন আশীর্বাদও

তখন টিকিট চেকার মহিলাকে জিজ্ঞাসা করেন, তোমার ছাগলের জন্য টিকিট রয়েছে? উত্তরে মহিলা বলেন, হ্যাঁ। মহিলার এই সততায় খুব খুশি হয় সেই টিকিট চেকার। ওই মহিলা ছাগলের জন্য কাটা টিকিট দেখিয়েছেন টিকিট পরীক্ষককে। এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। অসংখ্য মানুষ কুর্নিশ জানিয়েছেন মহিলা সততাকে।

https://twitter.com/AwanishSharan/status/1699254291318636818?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699254291318636818%7Ctwgr%5E72bfb7a50e335e7704ed5789e347ff4ddf92e969%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-726789511468952213.ampproject.net%2F2308242321000%2Fframe.html

আইএএস অবনীশ শরণ সোশ্যাল মাধ্যমে এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “তিনি তার ছাগলের জন্য একটি টিকিটও কিনেছেন, এবং তিনি গর্ব করে এটি টিটিইকে জানিয়েছেন। শুধু তার হাসি দেখুন। ব্রিলিয়ান্ট!” এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। অনেকেই বলছেন এই মহিলার সততার মতই মিষ্টি তার হাসি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর