সংখ্যালঘু যুবকদের বেশি সংখ্যায় পুলিশে নিয়োগের জন্য দেওয়া হবে ট্রেনিং, ঘোষণা উদ্ধব সরকারের

Bangla Hunt Desk: মহারাষ্ট্র (Maharashtra) সরকার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) উপর মুসলিম তোষণের অভিযোগ আনা হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী নবাব মালিক ঘোষণা করেছেন, সংখ্যালঘু যুবকদের পুলিশ ট্রেনিং দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের অর্থ দিয়েও সাহায্য করা হবে।

সংখ্যালঘু যুবকদের দেওয়া হবে পুলিশ প্রশিক্ষণ
এনসিপি নেতা শারদ পাওয়ার ও মন্ত্রী নবাব মালিক একটি ট্যুইট করে জানিয়েছেন, সংখ্যালঘু যুবকদের পুলিশে নিয়োগের পূর্বে প্রশিক্ষণ দেওয়া হবে। সংখ্যালঘু যুবকদের আরও বেশি পরিমাণে পুলিশে ভর্তি করার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য ১৪ টি জেলা থেকে প্রার্থী বাছাই করা হবে।

uddhob

প্রশিক্ষণের পাশাপাশি দেওয়া হবে অর্থ সাহায্য
এই বছরের মধ্যে ১২৫০০ পুলিশ কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমত সরকারী তরফ থেকে কিছু জেলায় প্রশিক্ষণের কাজ শুরুও করা হয়েছে। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসি, জৈন এবং ইহুদি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা এই কাজে অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণে প্রার্থীদের সাধারণ জ্ঞান এবং শারীরিক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের অর্থ সাহায্যও করা হবে।

প্রতিটি সংখ্যালঘু যুবককে ২ মাসের ট্রেনিং দেওয়া হবে। এই সময়কালে প্রতিটি শিক্ষার্থীকে প্রশিক্ষণের সময় প্রতি মাসে মাসে ৩০০ টাকা করে, ট্র্যাক স্যুট এবং জুতা কেনার জন্য ১০০০ টাকা, বই কেনার প্রয়োজনে ৩০০ টাকা এবং দিন প্রতি খাবার খরচ বাবদ ১৫০০ টাকা দেওয়া হবে।

এই ট্রেনিংকালে সরকারের মোট প্রায় ৫.৬০ লক্ষ টাকা খরচ হবে। তবে প্রতি জেলা থেকে প্রায় ১০০ জন করে যুবক বাছাই করা হবে। তবে সরকারের এই কাজের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ উঠেছে।


Smita Hari

সম্পর্কিত খবর