বঙ্গতনয় শুভাশিসের শেষমুহূর্তের ডাইভিং হেডারে ভর করে নর্থইস্টকে হারিয়ে জয়ে ফিরলো এটিকে মোহনবাগান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। এখনো অবধি পয়েন্টস টেবিলে খাতা খুলতে না পারা প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয়ী আশা করেছিলেন মেরিনার্সেরা। শেষপর্যন্ত জয় এবং ৩ পয়েন্ট এসছে কিন্তু রাস্তাটা যতটা সহজ হবে ভাবা হয়েছিল ততটা সহজ হয়নি। তবে আপাতত সেই সব নিয়ে না ভেবে জয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত সবুজ মেরুন শিবির।

আজ মাঠে একগাদা সুযোগ নষ্ট করেছিলেন এটিকে মোহনবাগান ফরোয়ার্ড রাজার খেসারত পয়েন্ট নষ্ট করে দিতে হতে পারতো তাদেরকে। কিন্তু যাবতীয় হিসাব বদলে গেল ঘরের ছেলের গোলে। ১-১ ফলে ম্যাচ চলতে থাকা অবস্থায় একদম শেষ লগ্নে ৮৯ মিনিটে ডাইভিং হেডারে দুরন্ত গোল করে সবুজ মেরুনকে পুরো পয়েন্ট এনে দিলেন শুভাশিস বসু।

ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো এটিকে মোহনবাগান। প্রথম স্থানে থাকা হায়দ্রাবাদের চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। খড়ের মাঠে আজ শুরু থেকেই আগ্রাসে ফুটবল খেলছিল এটিকে মোহনবাগান। সুযোগ তৈরি করেও গোল করতে পারছিলেন না ফরোয়ার্ডরা।

কিন্তু শেষ পর্যন্ত ৩৫ মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। আর্টিস্ট ইউনাইটেডের পাসিংয়ের ভুলে আজ মাঠে বল নিয়ে লিস্টনের উদ্দেশ্যে বাড়ান হুগো বুমোস। জমি ঘেঁষা শটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা। এরপর প্রথমার্ধেই ২-০ বা ৩-০ এগিয়ে যেতে পারতো এটিকে মোহনবাগান। কিন্তু নর্থইস্ট গোলরক্ষক মিরশাদ মিচুর দুরন্ত গোলকিপিং এর দৌলতে প্রথমার্ধে ১-০ ফলে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে ফিরতে পারে নর্থইস্ট ইউনাইটেড।

দ্বিতীয়ার্থে কিছুটা হলেও খোলস ছেড়ে বেরিয়ে ছিল নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু এটিকে মোহনবাগান ম্যাচের দখল ছাড়েনি। তা সত্ত্বেও ৮১ মিনিটে কর্নার থেকে হেডে দুরন্ত গোল করে নর্থইস্টার হয়ে সমতা ফেরান অ্যারন ইভান্স। তবে শেষ মুহূর্তে শুভাশিসের গোলে তার সেই চেষ্টা ব্যর্থ করে দেয় সবুজ মেরুণ শিবির।

Reetabrata Deb

সম্পর্কিত খবর