ভোটে জিতেও শান্তি নেই! শপথ গ্রহণের আগে এ কেমন চিঠি এল সায়ন্তিকার নামে?

বাংলা হান্ট ডেস্ক: গ্যাঁড়াকলে নব-নির্বাচিত তৃণমূলের দুই বিধায়ক। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের সাথে সাথেই বরাহনগর এবং ভগবানগোলা এই দুই বিধানসভায় উপনির্বাচনও হয়েছে। এই দুই কেন্দ্র থেকে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। যার মধ্যে বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং ভগবানগোলা জয়ী হয়েছেন রেয়াত হোসেন।

তাঁদের দুজনের  শপথ গ্রহণ নিয়ে এই মুহূর্তে চলছে ব্যাপক জলঘোলা। আসলে বিধানসভার সচিবালয় এই দুই নব-নির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিল। তার বেশ কয়েকদিন পরেই বৃহস্পতিবার রাজভবন থেকেও  একটি চিঠি আসে। কিন্তু এই চিঠি ঘিরে ইতিমোধ্যেই রাজ্যের শাসকদলের অন্দরে তৈরী হয়েছে ব্যাপক জল্পনা।

কারণ সেই চিঠিকে কিছুটা বিচিত্র বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয় সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে শপথ কবে নেওয়া হবে কিংবা কিভাবে সেই অনুষ্ঠান সম্পন্ন হবে? তা সম্পর্কে কোন কিছুই উল্লেখ করেনি রাজভবন। এছাড়াও ওই চিঠিতে এমন কিছু প্রশ্ন রয়েছে যা দেখে কার্যত হতবাক সচিবালয়।

আরও পড়ুন: লক্ষ লক্ষ ট্রান্সফার! বালু ঘনিষ্ঠ এই ব্যক্তির টাকায় হিন্দি ছবি করেছেন ঋতুপর্ণা! ফাঁস করল ED

কিন্তু প্রশ্ন হল কি রয়েছে ওই চিঠিতে? সূত্রের খবর রাজ ভবন থেকে বিধানসভায় যে চিঠি পাঠানো হয়েছে সেখানে করা হয়েছে এক গুচ্ছ প্রশ্ন। জানতে চাওয়া হয়েছে প্রবীণ মহিলা বিধায়ক কে আছেন? (অর্থাৎ সব থেকে পুরনো)। তফসিলি জাতিভুক্ত(এসসি) প্রবীণ বিধায়ক (যিনি সবথেকে পুরনো) কে আছেন?

Sayontika 2

কিংবা তফসিলি জনজাতি (এসটি) প্রবীণ বিধায়ক (সব চেয়ে পুরনো) কে আছেন? আর নবীন বিধায়কই বা কে আছেন? কিন্তু এই  শপথ গ্রহণের চিঠির সঙ্গে এই সমস্ত প্রশ্নের কি সম্পর্ক তা কিছুতেই মাথায় ঢুকছেনা বিধানসভা কর্তৃপক্ষের।  শুধু তাই নয় এই বিষয়টি একেবারেই ভালো ঠেকছে না বিধানসভা কর্তৃপক্ষের কাছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর