বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের ভ্যকসিনের বিষয়ে রাশিয়া (Russia) দিল এক বড় সুখবর। সমগ্র বিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের সঠিক ভ্যাকসিন আবিষ্কারের দিকে তাকিয়ে আছে। ভারত (Inida) থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশই এই করোনা ভ্যাকসিনের আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে। তবে এরই মধ্যে রাশিয়ার দেওয়া সুখবরে কিছুটা হলেও, আশার আলো দেখাছে বিশ্ববাসী।
রাশিয়ার আবিস্কৃত করোনা ভ্যাকসিন
রাশিয়ার সেচেনোভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (Sechenov First Moscow State Medical University) জানিয়েছে, তারা করোনা প্রতিষেধক প্রস্তুত করতে সক্ষম হয়েছে। শোনা গিয়েছে, সমস্তরকম পরীক্ষায় উত্তীর্ণও হয়ে গেছে এই ওষুধ। তবে এর এখনও বাজারে প্রকাশ ঘটেনি। একথা সত্য প্রমাণিত হলে, রাশিয়াই সর্বপ্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে এগিয়ে যাবে।
ইনস্টিটিউট ফর ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির (Institute for Translational Medicine and Biotechnology) পরিচালক ভাদিম তারাসভ (Vadim Tarasov) জানিয়েছেন, রাশিয়ার সেচেনোভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় গত ১৮ ই জুন থেকে এই ভ্যাকসিনের উপর কাজ করতে শুরু করেছিল। এই ভ্যাকসিনের আবিস্কারক হল রাশিয়ার গ্যামলেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এবং মাইক্রোবায়োলজিও।
শীঘ্রই বাজারে আসতে চলেছে!
সেচেনোভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্যারাসিটোলজি ট্রপিকাল এন্ড ভেক্টর-বর্ন ডিজিসের নির্দেশক আলেকজান্ডার লুকাশেভ (Alexander Lukashev) জানিয়েছেন, সুরক্ষা বিষয়ক এই ভ্যাকসিনের সমস্তরকম পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি সবকটি রিপোর্টই এক্ষেত্রে পজেটিভ এসেছে। তবে আশা রাখা যাচ্ছে খুব শীঘ্রই এই ভ্যাকসিন বাজারে নিয়ে আসা হবে। ফার ফলে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।