বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (RCB)। কোহলি, ফ্যাফ দু প্লেসিস এবং ম্যাক্সওয়েলকে বাদ দিলে আরসিবির ব্যাটিং কতটা দুর্বল সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। সেইসঙ্গে বোলিংয়ের অবস্থাও তথৈবচ। সব মিলিয়ে নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচে আরও একাধিক সমস্যা প্রকট হয়ে উঠেছে বিরাট কোহলিদের সামনে।
কাল গোটা স্টেডিয়াম গলা ফাটিয়েছিল আরসিবির প্লেয়ারদের মনোবল বাড়াতে। কিন্তু শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। সকলকে ভগ্ন হৃদয় নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। নীতিশ রানা, জেসন রয়, বরুণ চক্রবর্তীরা মন ভেঙে দিয়েছেন আরসিবি ভক্তদের। তার মধ্যে এক ছোট্ট আরসিবি ভক্তর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ কারণে।
ছবিতে দেখা যাচ্ছে অত্যন্ত ছোট এক বাচ্চা হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘যতদিন না আরসিবি আইপিএল শিরোপা ঘরে তুলছে, ততদিন আমি স্কুলে ভর্তি হবো না’। ছবিটি প্রকাশ্যে আসা মাত্র সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
আইপিএলে অনেক অবোধ বাচ্চার হাতেই তাদের মাতাপিতারা এরকম নানান পোস্টার তুলে দিচ্ছেন গ্যালারিতে উপস্থিত থাকাকালীন। অনেকেই এই ব্যাপারটিকে সমর্থন করছেন না। শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এই বোকা বোকা কাজ করি করে নিজেদেরকে হাস্যকর করে তুলছেন কিছু মানুষ, এমনটাই মনে করছেন অনেক নেটে জেনে।
প্রসঙ্গত আরসিবি আজ পর্যন্ত মাত্র দুবার আইপিএল ফাইনাল খেলতে পেরেছে। শেষবার তারা এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছতে পেরেছিল ২০১৬ সালে। সেইবার অত্যন্ত কাছাকাছি পৌঁছেও ট্রফি ছোঁয়া হয়নি বিরাট কোহলির আরসিবির। তারপর থেকে তারা ক্রমাগত ধারাবাহিকতার অভাবে ভোগে চলেছেন।