সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল লোকাল ট্রেন! দিঘা লাইনে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা

বাংলা হান্ট ডেস্ক: রবিবাসরীয় ছুটির দিনে একটুর জন্য রক্ষা পেল দীঘাগামী (Digha) একটি লোকাল ট্রেন (Local Train)। এদিন একটি বালি বোঝাই মোটর ভ্যানের সাথে ধাক্কা লাগায় আচমকাই প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে গোটা ট্রেন। যার ফলে প্রচন্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের সমস্ত যাত্রীরা।তবে সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে পড়ায় অনেকেই ট্রেন থেকে নেমে প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে দেন।

এদিন বেলা ১১ টার দিকে কাঁথির  নাচীন্দায় কাছে ঘটে এই ঘটনাটি। জানা যাচ্ছে এদিন মেচেদা থেকেই লোকাল ট্রেনটি দীঘার দিকে যাচ্ছিল।সে সময় আচমকাই নাচীন্দার কাছে একটি বালি বোঝাই ভ্যান রেল লাইনে উঠে পড়ে। যার ফলে তখন চলন্ত ট্রেনটি নাচীন্দার কাছে লাইনে আটকে পড়া বালি বোঝাই মটর ভ্যানে ধাক্কা মারলেই ঘটে যায় এই দুর্ঘটনা।

সূত্রের খবর ,দীঘা যাওয়ার রেল লাইনে প্রহরীবিহীন রেভেল ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটেছে।ট্রেনে থাকা যাত্রী কিংবা চালকের কোন ক্ষতি না হলেও, বালি বোঝাই মোটর ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে  গিয়েছে ট্রেনের সামনে অংশ। অন্যদিকে বিপদ বুঝেই মোটর ভ্যানের চালক গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণ রক্ষা হয়েছে তারও।

এদিন মোটর  ভ্যানে ধাক্কা  লাগার সাথে সাথে ট্রেনে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়ার কারণেই প্রাণ বেঁচে যায় সমস্ত যাত্রীদের। তাই ট্রেনে থাকা সমস্ত যাত্রীরা ধন্যবাদ জানাচ্ছেন ট্রেনের চালককে। এদিন দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে এসে পৌঁছান রেল কর্তারা।

আরও পড়ুন: ৬০৫ বেডের হাসপাতাল,মেডিকেল কলেজ তৈরি হচ্ছে কলকাতায়! লারসেনকে ১০০০ কোটি টাকার বরাত

এদিন ট্রেনটি সজোরে মোটর ভ্যানে আঘাত করায় প্রচন্ড ঝাঁকুনি দেওয়ার কারণেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যার ফলে ট্রেন থামতেই যে যার মতো ছুটতে শুরু করে দেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, জানা যাচ্ছে  ট্রেনটি দুর্ঘটনাস্থলেই দাঁড়িয়ে রয়েছে। যার ফলে চরম হয়রানির শিকার রেলযাত্রীরা।

digha

এদিনের দুর্ঘটনার ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়ে রেলের একজন যাত্রী বলেছেন, ‘বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। চালককে ধন্যবাদ।’ দিঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেওয়া অন্য একজন যাত্রী জানিয়েছেন,প্রাণে বেঁচে গিয়েছি। ভগবানের কৃপা যে কারও কিছু হয়নি। প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি অনুভব করি। তবে কেউ আঘাত পায়নি। এখন সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছতে চাই।’ তাই এইভাবে ঘন্টার পর ঘন্টা আটকে না থেকে ট্রেনটি আবার দ্রুত চালু হোক, এমনটাই চাইছেন সমস্ত যাত্রীরা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর