বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দাপট বাড়ছে করোনার (covid-19)। আবারও জারি করা হচ্ছে নয়া নির্দেশিকা। করোনা বিধি নিষেধ মান্য করা বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদহ (Sealdah) শাখায় প্রতিদিনই বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন (Local Train)।
করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। পাশাপাশি রেল পরিষেবা অব্যহত রাখতে গিয়ে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রেলের চালক, গার্ড থেকে শুরু করে রেলের আধিকারিকরাও। তাই দূরপাল্লার ট্রেনের পরিষেবা স্বাভাবিক রাখতে এমনিই সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ শাখায় প্রতিদিন ৯২০ টি লোকাল ট্রেন এবং হাওড়া শাখায় ৪৮৮টি লোকাল ট্রেন চলাচল করে। যার মধ্যে ৬৬ টি লোকাল ট্রেন বাতল করা হচ্ছে শিয়ালদহ শাখায়। পাশাপাশি ১৬ প্যাসেঞ্জার ট্রেন এবং ১৯ জোড়া ই এম ইউ লোকাল বাতিল রয়েছে হাওড়া শাখায়। সেইসঙ্গে বাতিল থাকছে ৩৮ টি লোকাল ট্রেন।
শিয়ালদহে বাতিল-
শিয়ালদহ-দত্তপুকুর-হাবড়া-বনগাঁ সেকশনে বাতিল থাকছে ৫ জোড়া। শিয়ালদহ-নৈহাটি সেকশনে বাতিল থাকছে ৪ জোড়া। শিয়ালদহ-ডানকুনি, দমদম ক্যান্টনমেন্ট সেকশনে বাতিল থাকছে ১ জোড়া করে। শিয়ালদহ-ব্যারাকপুর সেকশনে বাতিল থাকছে ৫ জোড়া। নৈহাটি-রাণাঘাট ও হাসনাবাদ সেকশনে বাতিল থাকছে ১ জোড়া করে। শিয়ালদহ-ক্যানিং সেকশনে ৪ জোড়া, শিয়ালদহ-সোনারপুর-ডায়মন্ডহারবার সেকশনে ৪ জোড়া, শিয়ালদহ-বারুইপুর-লক্ষীকান্তপুর সেকশনে বাতিল থাকছে ২ জোড়া করে ও চক্ররেল বাতিল থাকছে ১ জোড়া, শিয়ালদহ-কল্যাণী সেকশনে ১ জোড়া এবং শিয়ালদহ-বারুইপুর সেকশনে ২ জোড়া ট্রেন বাতিল থাকছে।
হাওড়ার বাতিল-
৬৩০৩৩ আজিমগঞ্জ-নৈহাটি প্যাসেঞ্জার। ৬৩০৩৪ নৈহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৬৩০৩২ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার। ৬৩০৫১ আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। ৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার। ৫৩০৩১ আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। ৫৩০২৪ রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৬৩০৩১ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৬৩০১১ বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার। ৩৫০২১ বর্ধমান-কাটোয়া প্যাসেঞ্জার। ৩৫০১২ কাটোয়া-বর্ধমান প্যাসেঞ্জার। ৩৭৭৮৬ বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার। ৩৭৭৮৫ ব্যান্ডেল-বর্ধমান প্যাসেঞ্জার। ৬৩০২০ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার। ৬৩০১৯ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৬৩০২২ রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।