বাংলা হান্ট ডেস্ক: দুর্ঘটনা (Accident) চোখের পলকে যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে ঘটতে পারে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আবার এমন ঘটনাও ঘটে যে একটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি ডেকে আনতে পারে আরও একটি বড় বিপদ। তবে, উপস্থিত বুদ্ধি এবং তাৎক্ষণিক নেওয়া সঠিক সিদ্ধান্তের ফলে কখনও কখনও এড়ানো যায় সেই বিপদ। সম্প্রতি ঠিক সেইরকমই এক ঘটনা সামনে এসেছে। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে একাধিক ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন হয়েছে দেশ। এমনকি, গত বছর ওড়িশার বালাসোরে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরেও আরও একাধিক রেল দুর্ঘটনার বিষয় সামনে এসেছে। তবে, এবার একজন সাধারণ বয়স্ক দম্পতির সৌজন্যে এবং তৎপরতায় এড়ানো গেল বড় ধরণের রেল দুর্ঘটনা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল লাইনে একটি দুর্ঘটনাগ্রস্ত ট্রাককে পড়ে থাকতে দেখে বিপদের সম্ভাবনা আঁচ করতে পেরে তাঁরা সঙ্গে সঙ্গে রেলপথ বরাবর দৌড়ে সেই ট্র্যাকে আসা ট্রেন থামিয়ে দেন। এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে যে, রেল ট্র্যাকের কাছে বসবাসকারী দম্পতি, শানমুগাইয়া এবং কুরুন্থম্মাল রবিবার রাতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু, আচমকাই প্রচণ্ড শব্দে তাঁরা জেগে ওঠেন।
আরও পড়ুন: ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ! জানুয়ারিতে ইস্পাত রফতানিতে নজির ভারতের, চমকে দেবে পরিসংখ্যান
বাইরে বেরিয়ে তাঁরা দেখতে পান যে ক্র্যাশ ব্যারিয়ার ভেঙ্গে দক্ষিণ তামিলনাড়ুর সেনগোট্টাইয়ের নিকট ভগবতীপুরম রেল স্টেশনের কাছে প্লাইউড বহনকারী একটি ট্রাক রেলপথের ওপর পড়েছিল। এদিকে, সেই সময়ে একটি ট্রেন এগিয়ে আসছে বুঝতে পেরে, ওই দম্পতি রাত ১ টা নাগাদ ট্র্যাক বরাবর দৌড়তে থাকেন এবং কুরুন্থম্মাল টর্চ জ্বালিয়ে ট্রেনের চালককে সতর্ক করতে থাকেন।
আরও পড়ুন: হাফ সেঞ্চুরি করে কার্গিল যোদ্ধা বাবাকে স্যালুট ধ্রুব জুরেলের! জিতলেন দেশবাসীর মন
তা দেখে খালি রেকের লোকো পাইলট সময়মতো ব্রেক লাগান। এই বিষয়ে রেলের এক আধিকারিক বলেছেন, ওই দম্পতি সময়মতো সংকেত না দিলে ট্রেনটির লাইনচ্যুতও হতে পারতো। অর্থাৎ, বড় বিপদ তাঁদের জন্য এড়ানো গেছে। তবে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ওই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এদিকে, ওই দম্পতির এহেন কর্মকাণ্ড ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি সম্পর্কে জানতে পেরে ওই দম্পতির উপস্থিত বুদ্ধি এবং তৎপরতার বিষয়ে কুর্ণিশ জানিয়েছেন প্রত্যেকেই।