বাংলা হান্ট ডেস্কঃ ফের শহর থেকে নারী নির্যাতনের ঘটনা সামনে এল। তবে ঘটনাস্থলে উপস্থিত জনতার কারণে এ যাত্রায় অভিযুক্তরা কড়া শাস্তিও পেল। তবে এই ঘটনার পর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
রবিবার বিকেলে দমদমের যশোর রোডের অমরপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে যে, সেই সময় দুই তরুণী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, এরপরই এক ব্যক্তি এসে তাঁদেরকে কটূক্তি করা শুরু করে। তরুণীদের শ্লীলতাহানি করারও চেষ্টা করে অভিযুক্ত।
তবে তরুণীরাও সহজেই ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। তাঁরা ওই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং চিৎকার শুরু করে দেয়। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। বেগতিক দেখে অভিযুক্ত সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি।
স্থানীয়রা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। এরপর তাঁকে দমদম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তরুণীদের রুখে দাঁড়ানো এবং স্থানীয়দের তৎপর হওয়ার কারণে এ যাত্রায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, দমদমের মতো জনবহুল এলাকায় এধরণের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।