বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান (salman khan) ও দিশা পাটানি অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (radhe)। বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির জন্য গত ইদ থেকে অপেক্ষায় ছিলেন ভাইজান অনুরাগীরা। গত ১৩ মে ইদের দিন OTT প্ল্যাটফর্ম জি ফাইভ ও জি প্লেক্সে মুক্তি পেয়েছে রাধে।
ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোল শুরু হয়ে গিয়েছে। তার অবশ্য রয়েছে অনেকগুলো কারণ। আল্লু অর্জুনের জনপ্রিয় গান ‘সিটি মার’এর রিমেকের জন্যই হোক বা সলমনের ‘হাস্যকর’ অভিনয়, বহু ট্রোলের শিকার হয়েছে এই ছবি।
এখনো পর্যন্ত ভিউয়ের দিক থেকে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে সলমনের এই ছবি। কিন্তু তা সত্ত্বেও ট্রোলের হাত থেকে মুক্তি পায়নি রাধে। এক ব্যক্তি সলমনকে উদ্দেশ করে লেখেন, ‘দ্রুত অক্সিজেন চাই। শীঘ্রই সাহায্য করুন’। রাধে দেখার পরই নাকি এমনি শোচনীয় অবস্থা হয়েছে তার।
এর উপর আবার এক পোস্ট করেছেন সলমন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। রাধের একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘সবাইকে ইদের শুভেচ্ছা জানাই। প্রথম দিনেই রাধে কে মোস্ট ওয়াচড ফিল্ম বানানোর জন্য ধন্যবাদ। ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাদের ভালবাসা ও সমর্থন ছাড়া বাঁচবে না। ধন্যবাদ’।
এই পোস্টের পরেই আরো ট্রোলড হয়েছেন সলমন। ২০১৭র জনপ্রিয় কোরিয়ান ছবি ‘দ্য আউটলস’ এর কাহিনির উপর নির্ভর করেই তৈরি এই ছবি। নেটিজেনদের বক্তব্য, সলমনের অন্য ছবিগুলির মতোই রাধেও যুক্তি তর্কের বিপরীত দিকে হাঁটে।
এর আগে ‘রেস থ্রি’তে যে বিতর্ক গুলি উঠেছিল রাধেকে নিয়েও ঠিক সেই অভিযোগ দর্শকদের। অ্যাকশন দৃশ্যে উত্তেজনা বাড়াতে গল্পের গরুকে গাছে তুলে দিয়েছেন সল্লু ভাই।
তারা বলছেন, রাধে দেখতে বসার আগে যুক্তি তর্ক বিজ্ঞান সমস্ত মাথা থেকে বের করে রেখে বসতে হবে। IMDbতেও শোচনীয় রেটিং পেয়েছে এই ছবি। রেস থ্রি এর পর মাত্র ২.১ রেটিং পেয়েছে রাধে।