বাংলাহান্ট ডেস্ক : সংঘর্ষ বিরতি হলেও ভারত পাকিস্তান (India-Pakistan) পরিস্থিতি নিয়ে এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে। শনিবারই প্রথম সংঘর্ষ বিরতির জন্য আবেদন করে পাকিস্তান। রাজি হয় ভারতও। কিন্তু রাতেই আবার সমঝোতা লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এখনো বজায় রয়েছে চাপা উত্তেজনার পরিবেশ। এর মাঝেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গে। শিয়ালদহ স্টেশনে পাকিস্তানের (India-Pakistan) নামে জয়ধ্বনি করার অভিযোগে গণধোলাই খেলেন এক ব্যক্তি।
পাকিস্তানের (India-Pakistan) জয়ধ্বনি করার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ওই পোস্ট থেকে জানা যাচ্ছে, গত শুক্রবার শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি জোরে জোরে পাকিস্তান (India-Pakistan) জিন্দাবাদ এবং ভারত মুর্দাবাদ বলছিল। তারপরেই উত্তেজিত জনতার হাতে গণধোলাই খায় ওই ব্যক্তি। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে উত্তেজিত জনতার হাতে লাগাতার চড় থাপ্পড় খেয়ে চলেছে এক ব্যক্তি। তাকে মাটিতে ফেলেও চলে লাথি ঘুষি। এর মাঝেই এক ব্যক্তিকে মারধোর বন্ধ করতে বলতে শোনা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে ওই ব্যক্তি ক্রমাগত দাবি করছে, পাকিস্তান (India-Pakistan) জিন্দাবাদ নাকি সে কখনোই বলেনি। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি ক্ষিপ্ত জনতাকে পুলিশের সামনেই চড় থাপ্পড় মারতে দেখা যায় ওই ব্যক্তিকে। শেষমেষ পরিস্থিতি হাতের নাগালে নিয়ে আসে পুলিশ।
আরো পড়ুন : চিন-তুরস্কের প্রতি কৃতজ্ঞতা, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেও পাক সেনাবাহিনীর জয়গান শরিফের
কী জানালেন প্রত্যক্ষদর্শীরা: এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, ওই ব্যক্তিকে নিজের চোখে পাকিস্তানের নামে জয়ধ্বনি দিতে দেখেছেন তিনি। প্রত্যক্ষদর্শী যুবক আরো জানান, তাঁরা প্রথমে ভেবেছিলেন, ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন। কিন্তু তিনি লাগাতার পাকিস্তানের (India-Pakistan) নামে জয়ধ্বনি করতে থাকেন বলে অভিযোগ। তিনি নাকি বলেন, বর্তমান পরিস্থিতি সবটাই ভারত তৈরি করেছে, পাকিস্তান কিছুই জানে না।
গতকাল শিয়ালদহ স্টেশনে এক পাকিস্তান প্রেমিকের গণধোলাই দেওয়া হয়েছে।
সেই পাকিস্তান প্রেমী মোল্লা জঙ্গি ভারতকে মুর্দাবাদ এবং পাকিস্তানকে জিন্দাবাদ জোরে জোরে বলছিল।
এই স্লোগান শুনে বাঙালি হিন্দু ভাই দাদারা গণধোলাই দিয়েছে ওই জঙ্গিটাকে। pic.twitter.com/AiJtiinlSS
— The Sanatani Emperor (@gaudiya_emperor) May 10, 2025
আরো পড়ুন : আমেরিকার ‘সাহায্য’এই সংঘর্ষ বিরতি, যেচেপড়ে কৃতিত্ব নিলেন ট্রাম্প, পাকিস্তানের সমঝোতা লঙ্ঘন নিয়ে মুখে কুলুপ
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর নামে ‘মুর্দাবাদ’ বলছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নাকি কটুক্তি করতে শোনা গিয়েছে তাকে। বর্তমানে যখন ভারতীয় সেনারা সীমান্তে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করছেন, সেখানে তাঁদের নিয়ে এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই ক্ষিপ্ত হয় উপস্থিত জনতা। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।