বাংলা হান্ট ডেস্কঃ জামিয়ার (Jamia) ছাত্ররা মহত্মা গান্ধীর প্রয়াণ দিবসে জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত নাগরিকতা সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে মিছিল বের করে। আর সেই সময় এক যুবক প্রদর্শনকারীদের উপর গুলি চালিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। যুবকের চালানো গুলিতে এক প্রদর্শনকারী আহত হয়। অভিযুক্ত যুবকের নাম গোপাল বলে জানা গেছে।
পুলিশ অভিযুক্তের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ জানতে চাইছে যে, প্রদর্শনে সে কেন হাতিয়ার নিয়ে ঢুকেছিল। অভিযুক্ত গোপাল নিজেকে রাম ভক্ত বলে পরিচয় দিয়েছে। আরেকদিকে আহত যুবক জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাদাব আলম বলে জানা যাচ্ছে।
#WATCH A man brandishes gun in Jamia area of Delhi, culprit has been detained by police. More details awaited. pic.twitter.com/rAeLl6iLd4
— ANI (@ANI) January 30, 2020
আহত যুবকের চিকিৎসা ফ্যামিলি হাসপাতালে হচ্ছে। যদিও, পুলিশ জানিয়েছে যে, তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু বাকি ছাত্ররা জানায় যে, শাদাবকে এখনো ফ্যামিলি হাসপাতালেই রাখা হয়েছে। এক প্রতক্ষ্যদর্শীরা জানায়, মিছিল চলছিল আর এক যুবক আচমকা উল্টো দিক থেকে হঠাৎ করে বন্দুক উঁচিয়ে বলে ‘এসো তোমাদের আজাদি দিচ্ছি।” আর এই বলেই সে গুলি চালিয়ে দেয়।