প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! মোদীর কনভয়ের সামনে ঝাঁপ ব্যক্তির

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তায় বড়সড় গলদ! বারাণসীতে প্রধানমন্ত্রীর কনভয়ের (Convoy) সামনে ঝাঁপ এক ব্যক্তির। নিরাপত্তা (Security) বলয় ভেঙে হঠাৎই এমন ঘটনায় উদ্বিগ্ন সকলেই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।

এরপর জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন করতে যাচ্ছিলেন। সেই কারণেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর কনভয়ের কাছে চলে যান তিনি।

প্রসঙ্গত, শনিবার বারাণসীতে (Varanasi) আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রুদ্রাক্ষ সেন্টারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে যখন মোদী লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের দিকে রওনা দেন, সেই সময়ই নিরাপত্তাবেষ্টনী টপকে কনভয়ের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি।

সূত্রের খবর, ওই ব্যক্তির নাম কৃষ্ণ কুমার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিপুরের বাসিন্দা তিনি। নিজেকে বিজেপি (BJP) কর্মী হিসেবেই পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, স্টেডিয়ামের (Stadium) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন শুনেই শনিবার তিনি তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সবার মতো তিনিও ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এরপরই যখন মোদী আসেন, তখন ঝাঁপ দিয়ে মোদীর খুব কাছাকাছি চলে যান। প্রধানমন্ত্রীর কনভয়ের মাত্র ২০ মিটার কাছ থেকে কৃষ্ণ কুমারকে ধরে ফেলে পুলিশ। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিকভাবে সুস্থ নন ওই ব্যক্তি।

modi india pm

তবে এধরনের ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল‌। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কয়েকমাস আগে মোদীকে মালা পরাতে গিয়ে তাঁর কনভয়ের কাছে চলে যান এক ব্যক্তি। এবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটল‌। কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও কেউ এত কাছে চলে যেতে পারে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Monojit

সম্পর্কিত খবর