বাংলাহান্ট ডেস্কঃ প্রতিভা (Talent) এমনই একটি বিষয়, যা কখনই চাপা থাকে না। স্থান, কাল, পাত্র বিশেষে তা ঠিক বেরিয়ে আসবেই। আর তা বেরিয়েও পড়ল। নিজের প্রতিভা বলে কোয়ারেন্টিন (Quarantine) সেন্টারের রান্নাঘরেই নাচ শুরু করে দিলেন এক ব্যক্তি। নাচলেন এক ‘এক চতুর নার’ গানে। নেটদুনিয়ায় এই নাচের ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল হয়ে গেল।
স্যোশাল মিডিয়ার ভাইরাল হওয়া এই নাচের ভিডিও এখনও অবধি প্রায় ১০০ বার মানুষ দেখেছেন। শুধু দেখাই নয়, দেখার পাশাপাশি মন্তব্যও করছেন অনেকে।
ये वीडियो क्लिप, बिहार के कटिहार जिले के एक #कोरंटाइन सेंटर का है। बिहार के लोगों की उत्सवधर्मिता किसी से भी कम नहीं है। आश्चर्य होता है कि संकट के इस दौर में कोई व्यक्ति जीवन को इस अंदाज में भी जी सकता है। जिंदगी के प्रति अद्भुत रागात्मकता और जिजीविषा #बिहारी मानस की पहचान है। pic.twitter.com/PPnC9xP4YO
— डॉ. देवेंद्र (Dr. Devendra) (@idrdev) June 6, 2020
প্রকাশিত নাচের ভিডিও
কাটিহারের সুজাপুরের স্বর্গীয় লক্ষ্মণ মন্ডল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। করোনা সংক্রমিত আশঙ্কায় রাখা হয়েছে সেখানে বেশ কিছু ব্যক্তিকে। তাঁদের মধ্যে একজন ব্যক্তির এই অসাধারণ নাচের প্রতিভা স্যোশাল মিডিয়ায় দেখে সকলেই বাহবা জানালেন।
স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়
দেবেন্দ্র নামে এক ব্যক্তি নিজের ট্যুইট অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই নাচের ভিডিও পোস্ট করেছেন। যা প্রকাশ পাওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে। সেই সঙ্গে কমেন্টও করেছেন বহু মানুষ।
https://twitter.com/ashuPhD12/status/1269136121319108612
সেই সঙ্গে করলেন কমেন্টও
ভিডিও শেয়ার করার পাশপাশি তিনি লেখেন, ‘এটি বিহারের কাটিহার জেলার একটি কোয়ারেন্টিন সেন্টারের ভিডিও। বিহারবাসীদের প্রতিভা অন্য কোন জায়গায় মানুষের থেকে কোন অংশে কম কিছু নয়। তবে আশ্চর্যের এটাই যে, সংকটের এই সময়েও কোন মানুষ এতোটা আনন্দে রয়েছেন। এইভাবে আনন্দে এবং প্রতিভার মধ্যে দিয়েই বিহারের মানুষজন দিন কাটায়’।
Jai Bihar
— Binod kumar (@binodktitan) June 6, 2020
অন্যান্য মন্তব্য
এই নাচের ভিডিওটি এখনিও পর্যন্ত প্রায় ১০০ বার মানুষ দেখেছেন। সেই সঙ্গে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্যও করেছেন। একজন ব্যক্তি ভোজপুরী ভাষায় মন্তব্য করেছেন, ‘মানসিক চাপ মানুষের পক্ষে খুবই ক্ষতিকর। এটা যত দ্রুত কমানো যায়, তত ভালো’। আবার কেউ বলেছেন, ‘জয় বিহার’।