বেশি পরিমাণে মদ্যপান করে হল মৃত্যু, ৪০ দিন পর পান করেছিল সুরা

বাংলাহান্ট ডেস্ক :ছত্তিশগড়ের(chattisgarh)রাজধানী রায়পুরে (raipur)অতিরিক্ত মদ(alcohol ) পান করায় মৃত্যু হয় একটা ব্যক্তির।৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম জীবন লালওয়ানী। ইনি রায়পুরের দীপক কলোনী রাজেন্দ্র নগরের বাসিন্দা। শোনা গেছে তিনি মাদকাশক্ত ছিলেন। প্রায় চল্লিশ দিনে মদ না পেয়ে অতিরিক্ত মদ খান। আর লালওয়ানীর মরদেহ বুধবার সন্দেহজনক পরিস্থিতিতে উদ্ধার করা হয়।

চল্লিশ দিন পর মদের দোকান খোলায় অতিরিক্ত মদ পান 

লকডাউনের সময় তিনি চল্লিশ দিন অ্যালকোহল খেতে পারেনি আর দোকান বন্ধ থাকার কারণে এতদিন সে মদ খাওয়ার অপেক্ষায় ছিলো। 4 মে সরকার যখন মদের দোকান খোলে। এরপর সে দোকান থেকে মদ কিনে এতো মদ খায় যে তার মৃত্যু ঘটে বলেই আশংকা জোড়া হচ্ছে।করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করেই সব রাজ্যে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করা হয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হচ্ছে ।কিন্তু মদ কিনতে দোকানে ভোর থেকে লাইন লাগাচ্ছে মদপ্রেমীরা।

IMG 20200507 WA0042

মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ

সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছায়।ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজেন্দ্র নগর থানার পুলিশ। রাজেন্দ্র নগর থানার ইনচার্জ সঞ্জয় পুন্ডির গণমাধ্যমকে জানিয়েছেন,  জীবন লালওয়ানের মরদেহ পাঁচনামার পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তার ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছেনা।

মদের দোকান খোলার সাথে সাথে বেড়েছে অপরাধের হার 

মদের দোকান খোলার সাথে সাথে রাস্তায় দুর্ঘটনার পরিমানও বেড়েছে। ছত্তিশগড়ে অপরাধের গ্রাফও বেড়েছে। যশপুরে এক যুবকের নেশা নিয়ে বাবার সাথে ঝগড়া করে তার বাবাকে কুড়াল দিয়ে হত্যা করে বলে জানা গেছে। আবার ৫ মে জাঞ্জগির জেলায় নিজের মাকে হত্যার জন্য কোতয়ালী পুলিশ একটি যুবককে গ্রেপ্তার করেছিল।

সম্পর্কিত খবর