বৃষ্টি না হওয়ার কারণে ভগবান ইন্দ্রের বিরুদ্ধে নালিশ! উচিৎ পদক্ষেপেরও দাবি কৃষকের

বাংলাহান্ট ডেস্ক : ‘ভগবান হ্যায় কাঁহা রে তু/ হে খুদা, হ্যায় কাঁহারে তু…’  আমির খান (Amir Khan) অভিনীত ‘পিকে’ (PK) ছবির কথা মনে আছে? বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল সেই সময়। বিতর্কও উঠেছিল এই ছবিতে বিভিন্ন ধর্মকে ছোট করে দেখানোর জন্য। তারপরেও মানুষ পছন্দ করেছেন এই। এবার সেই পিকে ছবির-ই বাস্তব দৃশ্যায়ণ ঘটলো উত্তরপ্রদেশের (UP) গোন্ডা জেলার কর্নেলগঞ্জ মহকুমায়।

‘পিকে’ সিনেমার সেই দৃশ্য যেখানে মূল চরিত্র আমির খান অভিনীত পিকে তাঁর মহাকাশ যন্ত্রের রিমোট খুঁজে না পাওয়ায় পুলিশ কাছে নালিশ জানাতে চায় স্বয়ং ভগবানের নামেই। এবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বৃষ্টি হয়নি একদমই। ফলে মার খেয়েছে চাষাবাদও। সেই অপরাধেই স্বয়ং বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের উদ্দেশ্যে মামলা করে বসলেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, গত শনিবার কর্নেলগঞ্জ মহকুমায় ‘সম্পুর্ণ সনাধান দিবসের’ অনুষ্ঠানে এক অদ্ভুত মামলা সামনে এসেছে। মামলাকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে নয় বরং মামলা করলেন দেবতা ইন্দ্রের নামেই। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।

জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম সুমিত কুমার। এসডিএম হীরালালকে লেখা চিঠিতে সুমিত লিখেছেন, ‘ বিগত বেশ কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না। মানুষজন খুবই চিন্তায় আছেন। পশুপাখি এবং চাষের উপরেও খুব খারাপ প্রভাব পরছে। কষ্টে আছে বাড়ির মহিলা ও শিশুরা। তার জন্যই আমি চাই এই অন্যায়ের শাস্তি হোক।’ সূত্রে খবর, প্রশাসন সুমিতের এই চিঠির পক্ষে আইনি পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে।

Screenshot 2022 07 18 at 3.15.36 PM

এখন সমস্যা হলো অভিযুক্ত ইন্দ্রদেবকে খুঁজে কোথায় পাওয়া যাবে? মামলাকারীর সমস্যার সমাধানই বা হবে কিভাবে? সোশ্যাল মিডিয়ায় আবার অনেকেই বলছেন সরকারি আধিকারিক সুমিতের চিঠি না হয়তো পড়েন নি। পড়লে তাঁর টনক নড়ত নিশ্চয়। ওই চিঠির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনা যথেষ্ট গম্ভীর ভাবে নিয়েছেন জেলাশাসক ড. উজ্জ্বল কুমার। ঘটনা তদন্তের জন্য সিআরও জয় যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর