উত্তর কোরিয়ায় দুধ ও কফি বিক্রির জের! এবার জেলে গেলেন এক ব্যক্তি

বাংলা হান্ট ডেস্ক: নিষেধাজ্ঞা থাকা সত্বেও কিম জং-উনের (Kim Jong-Un) দেশ উত্তর কোরিয়ায় (North Korea) স্ট্রবেরি মিল্ক ও কফি বিক্রি করেছিলেন এক ব্যক্তি। আর তার ফলও ভুগতে হল তাঁকে। শুধু তাই নয়, এহেন কাজের জন্য তাঁকে রীতিমতো জেলের সাজা দিল সিঙ্গাপুরের আদালত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিপুল পরিমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লাগু রয়েছে কিম জং-উনের দেশের উপর।

এদিকে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়াতে পণ্য বিক্রি করার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। এমতাবস্থায়, গত ১২ ডিসেম্বর ফুয়া জে হি নামের ৫৯ বছরের ওই ব্যক্তিকে পাঁচ সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দেয় সিঙ্গাপুরের আদালত। মূলত, সিঙ্গাপুরের নরম পানীয় প্রস্তুতকারী কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের ম্যানেজার পদে কর্মরত ছিলেন ফুয়া জে হি। এমতাবস্থায়, ২০১৭ ও ২০১৮ সালে আইন অমান্য করেই উত্তর কোরিয়ায় স্ট্রবেরি ফ্লেভারড দুধ ও কফি পাঠিয়েছিলেন তিনি।

পাশাপাশি, তাঁর পাঠানো এই পণ্যের তৎকালীন বাজারদর ছিল প্রায় ১০ লক্ষ ডলার। এদিকে, পোক্কা ইন্টারন্যাশনালের হয়েই এই পণ্য পাঠান তিনি। তবে, চোরাই পথ মারফত উত্তর কোরিয়ায় পণ্য পাঠানোর ক্ষেত্রে যেসব ব্যক্তি ও গোষ্ঠী যুক্ত ছিল তাদের কাছেই সংশ্লিষ্ট পণ্যগুলি বিক্রি করা হয়। এদিকে, জানা গিয়েছে যে, এই কাজের জন্য ফুয়া জে হি কোনো কমিশন নেন নি। বরং, তিনি কোম্পানির পণ্য বিক্রির টার্গেট পূরণের জন্যই এই কাজ করেছিলেন বলেও খবর মিলেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিঙ্গাপুর থেকে উত্তর কোরিয়ায় পারফিউম সহ পিয়ংইয়ংয়ে ওয়াইন ও হুইস্কি পাঠানোও নিষিদ্ধ। ইতিমধ্যেই উত্তর কোরিয়া পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য রাষ্ট্রসংঘ-সহ একাধিক আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞায় রয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরের পার্লামেন্ট ২০১৭ সালে একটি আইন পাস করে। যেখানে একাধিক পণ্য রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট করা হয়।

Kim Jong Un

এদিকে, উত্তর কোরিয়ার প্রসঙ্গে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকার দাবি জানিয়েছে যে, গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন একনায়ক কিম। মূলত, উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি পেতে চায় আমেরিকার কাছ থেকে। এমতাবস্থায়, ওই দেশের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে সকলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর