বাংলা হান্ট ডেস্ক: দিনেদুপুরে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল হাওড়া স্টেশন (Howrah Station)। বুধবার দুপুরে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে এক মহিলাকে কুপিয়ে খুন করা হল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা তার প্রেমিকের থেকে বেশ কয়েক দফায় প্রায় ১৮ লক্ষ টাকা নিয়েছিল। তারপর, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সেই রাগেই ওই মহিলাকে খুন করে তার মুম্বইয়ের প্রেমিক বালেশ্বর যাদব। এদিকে, ওই মহিলার নাম হল রিভু বিশ্বাস। তার দু’জন সন্তানও রয়েছে।
এদিকে, এই ঘটনার পরেই অভিযুক্ত প্রেমিক বালেশ্বর যাদবকে আটক করে RPF। পরে ওই ব্যক্তিকে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, বনগাঁর ঠাকুরনগরের বাসিন্দা রিভু বিশ্বাস এবং তাঁর স্বামী পিন্টু বিশ্বাস আজ দুই ছেলে-মেয়েকে নিয়ে মুম্বাই যাওয়ার জন্য হাওড়া স্টেশনে এসেছিল। সাথে ছিল মহিলার প্রেমিক বালেশ্বর যাদবও। মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয় কাজ করত রিভু এবং পিন্টু। যেটির মালিক হল বালেশ্বর। হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে চা খাবার সময়ে বালেশ্বর পিন্টুকে মাথা ব্যাথার ওষুধ কেনার জন্য পাঠিয়ে দেয়।
অভিযোগ উঠেছে যে, এরপর ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে আচমকাই রিভুর পেটে ঢুকিয়ে দেয় বালেশ্বর। শুধু তাই নয়, রিভুকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। এমতাবস্থায়, ওই মহিলার চিৎকার শুনে দ্রুত সেখানে পৌঁছান অন্যান্য যাত্রী এবং RPF ৷ এদিকে, RPF-কে দেখে বালেশ্বর ছুরি উঁচিয়ে ভয় দেখাতে থাকলেও উত্তেজিত জনতা কিছুক্ষণ পরেই তাকে ধরে ফেলে। আর তারপরেই অভিযুক্ত বালেশ্বরকে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: একইসাথে তিন ফুটবলারকে ছেড়ে বড় ধামাকার প্রস্তুতি মোহনবাগানের! এবার খেলবেন জোড়া বিশ্বকাপার
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় রিভু বিশ্বাসকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিভু। জানা গিয়েছে যে, রেস্তোরাঁর মালিক বালেশ্বরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রিভু জড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশকে বালেশ্বর জানিয়েছে, রিভু ধাপে ধাপে তার কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয়৷ কিন্তু, কয়েকদিন ধরেই বালেশ্বরকে এড়িয়ে চলছিল রিভু। এমতাবস্থায়, কলকাতাতে এসে রিভুকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বালেশ্বর।
আরও পড়ুন: পন্থ নাকি সঞ্জু? T20 বিশ্বকাপে গম্ভীরের “ফেভারিট” কে? নিজেই জানালেন KKR-এর মেন্টর
যদিও, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বালেশ্বরকে বিয়ে করতে অস্বীকার করে রিভু ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে বালেশ্বর। অন্যদিকে, বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, রিভু বিশ্বাসকে হাসপাতালে ভরতি করার পর থেকে তাঁর স্বামী পিন্টুও পলাতক হয়েছে। এমতাবস্থায়, রিভু এবং পিন্টুর দুই ছেলে-মেয়ে এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে। পাশাপাশি, পিন্টুর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার