বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমানে খাদ্য এবং জলের প্রয়োজন হয়। যা আমাদের শরীরে শক্তি প্রদানের পাশাপাশি পুষ্টির ঘাটতিও পূরণ করে। এমতাবস্থায়, একজন মানুষ দু’-একদিন খাবার না খেলেই দুর্বল হয়ে পড়েন। পাশাপাশি, এই রেশ বেশি দিন চললে অসুস্থতার পর হতে পারে মৃত্যুও। কিন্তু একবার ভেবে দেখুন একজন মানুষ যদি টানা ৫ দিন খাওয়ার ও পানীয় জল না পান তাহলে তাঁর ঠিক কি অবস্থা হতে পারে! বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক ব্যক্তির প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব। যিনি কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। শুধু তাই নয়, তিনি ভাগ করে নিয়েছেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতাও।
অজানা দ্বীপে আটকে পড়েন ওই ব্যক্তি: এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। কিন্তু কখনও কখনও তাঁদের এই শখই ভয়াবহ বিপদ ডেকে আনে। এমনকি, প্রাণহানির সম্ভাবনাও দেখা দেয়। ঠিক সেই রকমই এক ঘটনার সম্মুখীন হয়েছেন ব্রাজিলের (Brazil) রিও ডি জেনিরোর (Rio de Janeiro) বাসিন্দা ৫১ বছর বয়সী নেলসন নেডি। জানা গিয়েছে, তিনি গ্রুমারি সমুদ্র সৈকতে (Grumari Beach) বেড়াতে গিয়েছিলেন।
সেই সময়ে, নেলসন নিছক মজার ছলেই একটি বড় পাথরে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক তখনই সমুদ্রের একটি বড় ঢেউ নেলসনকে ভাসিয়ে নিয়ে যায়। এমতাবস্থায়, তিনি ভেসে গেলেও সাঁতার জানার কারণে নেলসন সমুদ্রে ডুবে যাননি এবং একটানা প্রায় ৩ কিলোমিটার সাঁতার কাটতে থাকেন তিনি। এভাবে সমুদ্রে সাঁতার কাটতে কাটতে নেলসন পালমাস নামক জনমানবহীন দ্বীপে পৌঁছে যান। যেটি ছিল এক অচেনা দ্বীপ এবং সেখানে কোনো মানুষের উপস্থিতিও ছিল না।এমতাবস্থায়, নেলসন কার্যত আটকা পড়েন সেই নির্জন দ্বীপে। শুধু তাই নয়, সেখানে তিনি পাঁচ দিন কাটিয়েছিলেন। পাশাপাশি, সেই সময়ে নেলসন সমুদ্রে সাঁতার কেটে ফিরে আসার চেষ্টা করলেও তাতে তিনি সফল হননি।
বেঁচে থাকতে লেবু ও কয়লা খেতে হয় তাঁকে: কার্যত অসহায় অবস্থায় থাকা নেলসনের কাছে সাহায্যের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পাশাপাশি, সেই নির্জন দ্বীপে ক্ষুধা নিবারণের জন্য খাবার খুঁজতে হয়েছিল তাঁকে। সমস্ত দ্বীপ ঘোরাঘুরি করার সময়, নেলসন একটি তাঁবু খুঁজে পান। সম্ভবত স্থানীয় জেলেরা তা স্থাপন করেছিলেন।
সেই তাঁবুর কাছ থেকেই তিনি দু’টি লেবু খুঁজে পেয়েছিলেন। পাশাপাশি, সেখানে কাঠকয়লাও ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমতাবস্থায়, নেলসন লেবু খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও পেট না ভরলে তিনি বাধ্য হয়ে কাঠকয়লা খেতে শুরু করেন। মূলত, ওই দ্বীপে বসবাসকারী বানররা কাঠকয়লা খাচ্ছিল। আর সেই দৃশ্য দেখেই নেলসন তাঁর খিদে মেটানোর উপায় খুঁজে পান। এছাড়াও, সমুদ্রের লবণাক্ত জল পান করেও তৃষ্ণা নিবারণ করেন তিনি।
৫ দিন পর দ্বীপ থেকে উদ্ধার করা হয় তাঁকে: জানা গিয়েছে, নেলসন ওই দ্বীপ থেকে বেরিয়ে আসার জন্য সবরকমের প্রচেষ্টা করেছিলেন। পাশাপাশি, জেলেদের তাঁবুতে থাকা কম্বলকে বাতাসে উড়িয়ে সবাইকে সংকেত দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। একটা সময়ে নেলসন সমুদ্রে সাঁতার কেটে গ্রুমারি সৈকতে পৌঁছনোর চেষ্টা করলেও সমুদ্রের প্রবল ঢেউ তাঁকে বারংবার ওই দ্বীপে ফিরিয়ে নিয়ে যায়। এইভাবে ৫ দিন কেটে যাওয়ার পর নেলসন সমুদ্রের মধ্যে একটি মোটরবোট দেখতে পান। সেই মোটরবোটটি দেখেই নেলসন তাঁর টি-শার্টটি বাতাসে দোলাতে শুরু করেন। এমতাবস্থায়, সেই মোটরবোটে থাকা ব্যক্তিরা তাঁকে দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, নেলসন এখন ভালো আছেন।