ভাইরাল ভিডিও: কোলে আস্ত এক কুমির, দিব‍্যি রেস্তোরাঁয় ঢুকে গেলেন ব‍্যক্তি! তারপর যা হল…

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ঠিক যেন কোলের সন্তান।
এমন ভাবেই একটি আস্ত কুমিরকে (alligator) কোলে তুলে নিলেন এক ব‍্যক্তি। তারপর দিব‍্যি গটগটিয়ে হেঁটে ঢুকে গেলেন রেস্তোরাঁর মধ‍্যে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বাস্তবে। আর তাও দিনের বেলা সবার চোখের সামনে।
এই ঘটনা অস্ট্রেলিয়ার ফ্লোরিডার (florida)। ফ্লোরিডার কোকো বিচ শহরের লাইম কোম্পানির মালিক লুই মোরেহেড ঘটিয়েছেন এই কাণ্ড। ফ্লোরিডা টুডে অনুসারে, লুই মোরেহেড নামে ওই ব‍্যক্তি ছয় বছর বয়সী একটি কুমিরকে পোষ‍্য বানিয়েছেন। সেই কুমিরকেই কোলে নিয়ে রেস্তোরাঁতে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে।

র‍্যাচেল বোম‍্যান নামে এক মহিলা নিজের টুইটার হ‍্যান্ডেলে পোস্ট করেছেন এই ঘটনার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাথ থেকে একটি কুমিরকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে রেস্তোরাঁর মধ‍্যে ঢুকে গেলেন ওই ব‍্যক্তি। কুমিরটিকে এমন ভাবে তিনি কোলে নিয়েছেন যেন নিজের সন্তান। একটি হলুদ জামাও পরতে দেখা গিয়েছে কুমিরটিকে।

https://www.tiktok.com/@rachel_bowman/video/6835747426633026822?referer_url=https%3A%2F%2Fkhabar.ndtv.com%2Fnews%2Fzara-hatke%2Ftiktok-video-florida-man-carried-blind-alligator-like-a-baby-goes-viral-on-social-media-2244999&referer_video_id=6835747426633026822

ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ২ মিলিয়নেরও বেশি ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। নেটিজেনদের বক্তব‍্য, ভিডিওটি খুবই মিষ্টি। যেভাবে ওই ব‍্যক্তি কুমিরটির দেখভাল করছেন তাও প্রশংসনীয়।

জানা গিয়েছে, ফ্লোরিডার মৎস‍্য ও বন‍্যজীব বিভাগ জঙ্গলের মধ‍্যে আহত অবস্থায় পায় এই কুমিরটিকে। মোরেহেড জানান, চোখের দৃষ্টি না থাকায় জঙ্গলে জীবনযাপন তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি পোষ‍্য বানান কুমিরটিকে। তার একটি নামও রাখেন, সুইটি। তিনি আরও জানান, কুমিরটি খুবই শান্ত স্বভাবের। কাউকে আক্রমণও করে না।

সম্পর্কিত খবর

X