বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে মৃত্যু (Death) হল কঠিন এক সত্য। যেটিকে এড়িয়ে যেতে পারেন না কেউই। আর সেই কারণেই প্রতিটি মৃত্যুর ঘটনাই হয় দুঃখজনক। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সকলেই। মূলত, এবার চিনে (China) ৯ বছর আগে “মৃত” এক ব্যক্তি ফের উপস্থিত হয়েছেন “জীবিত” হয়ে। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে।
এই প্রসঙ্গে মিররের একটি রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৪ সালে ঝুও কাংলুও (Zhuo Kangluo) নামের এক ব্যক্তি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন। এদিকে, ওই দুর্ঘটনার ফলে মৃত ব্যক্তির দেহ শনাক্ত করেন ঝুওর পরিবারের সদস্য ও বন্ধুরা। এমতাবস্থায়, তাঁর পরিবারের সদস্যরা কোনো পরীক্ষা ছাড়াই মৃতদেহের অন্তিম সংস্কারের সিদ্ধান্ত নেয়। কারণ তাঁরা বিশ্বাস করেছিলেন যে, ঝুও মারা গিয়েছেন।
৯ বছর পর জীবিত অবস্থায় ফিরে এলেন “মৃত” ব্যক্তি: এদিকে, ওই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর সকলেই ভেবেছিলেন ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝুও। যদিও, তাঁর মৃত্যুর ৯ বছর পর একটি গ্রামে ঝুওর মতো হুবহু একজনকে দেখতে পান বাসিন্দারা। তবে, তাঁর আচরণ কিছুটা অদ্ভুত ছিল।
এমতাবস্থায়, বিষয়টি চংকিং-এর আধিকারিকদের কাছে পৌঁছলে ওই ব্যক্তি নিজের সম্পর্কে পুরো বিষয়টি জানান। সব কিছু জানার পর আধিকারিকরা তাঁর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং পরিবারের সদস্যরাও পুরো বিষয়টি জানতে পেরে রীতিমতো অবাক হয়ে যান। সর্বোপরি, ঝুও যে বেঁচে থাকতে পারেন সেটাই অবিশ্বাস্য মনে হয়েছিল তাঁদের কাছে।
DNA টেস্টের পর জানা যায়: এদিকে, পুরো বিষয়টি স্পষ্ট হওয়ার লক্ষ্যে ওই ব্যক্তির DNA টেস্টও করা হয়। তারপরেই জানা যায় যে, ঝুও নিজেই এসে উপস্থিত হয়েছেন। এদিকে, ইতিমধ্যেই তাঁর মৃত্যুর বিষয়টি তাঁকে জানানো হলে ঝুও তা মানতে চান নি। পাশাপাশি, এতদিন পর তিনি তাঁর নাতিকে চিনতে পেরেও কাঁদতে শুরু করেন। মূলত, ওই দুর্ঘটনার পর যে মৃতদেহটি পরিবারের সদস্যরা শনাক্ত করেছিলেন সেটি অন্য একজনের দেহ ছিল। এমতাবস্থায়, ঝুওর পরিবর্তে যাঁর মরদেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবার তাঁকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা