সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত, রাজ্যে লোকাল ট্রেন-লকডাউন জারি নিয়ে বৈঠক নবান্ন’য়

বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতে না হতেই আশঙ্কার কালো মেঘ বিরাজ করছে বাংলার (west bengal) উপর। ফের কি হতে পারে লকডাউন? এখন এই প্রশ্নই ঘুরপাক করছে সকলের মুখে মুখে। কারণ এই বর্ষবরণের পূর্বে কয়েকদিন যে হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে, তাতে করে আবার লকডাউনের আশঙ্কা করছে বঙ্গবাসী।

তবে কি আবার বন্ধ হতে পারে লোকাল ট্রেন? এবিষয়ে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, লোকাল ট্রেনের বিষয়ে সোমবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইসঙ্গে জিম, রেস্তোরাঁ, বার ইত্যাদিও আবারও বন্ধ হতে পারে। জারি হতে পারে কড়া বিধিনিষেধ। ফিরতে পারে আবারও কন্টেইনমেন্ট জোন।

1620484835 corona test

এখনও অবধি বলা যাচ্ছে না, বাংলায় ঠিক কতোটা এবং কিভাবে বিধি নিষেধ আরোপ করা হবে। তবে করোনার সংক্রমণ আবারও যেহারে বাড়তে শুরু করেছে, তাতে করে কড়া বিধি নিষেধের একটা বেড়াজাল যে তৈরি হতে চলেছে, তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।

কিছুদিন আগেই গঙ্গাসাগর মেলা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ছোট ছোট কন্টেইনমেন্ট জোন করা হতে পারে। তবে এবার বাংলায় পুরোপুরি কিছুই বন্ধ রাখা হবে না। লোকাল ট্রেনেই বেশি ছড়াচ্ছে করোনা। তবে গঙ্গাসাগরটা গেলে, এটা নিয়ে ভাবা হবে। কারণ, দর্শনার্থীদের বেশিরভাগই ট্রেনে করেই এখানে আসেন’।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে। আর এরই মধ্যে রিপোর্ট বলছে, সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখা ৪৩৯ জন ছিল। কিন্তু মঙ্গলবার সেটা বেড়ে দাঁড়ায় ৭৫২। আবার বুধবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮৯। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ২,১২৮ জন এবং শুক্রবার সন্ধ্যায় বর্ষবরণের হুল্লোড়ের পর জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মানুষের সংখ্যা ২,০০০ জন। সুতরাং মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৫১ জন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর