বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) স্মৃতির উদ্দেশ্যে এবার এবার উদ্যোগ নিল তাঁর পরিবার। সংরক্ষণ করা হবে প্রয়াত অভিনেতার স্মৃতি। তাঁর পাটনার বাড়িতে তৈরি করা হবে একটি মেমোরিয়াল (memorial)। সেখানে সুশান্তের প্রিয় সমস্ত জিনিস সংরক্ষণ করা হবে।
জানা গিয়েছে, পাটনার রাজীব নগরে সুশান্তের বাড়িতে তৈরি করা হবে মেমোরিয়াল। সেখানে রাখা থাকবে প্রিয় সমস্ত বই। তাঁর টেলিস্কোপ যা দিয়ে তিনি পর্যবেক্ষণ করতেন মহাজাগতিক কাণ্ডকারখানা, তাও করা হবে সংরক্ষণ। এই মেমোরিয়ালে অভিনেতার প্রিয় প্রায় হাজারখানেক বই সংরক্ষণ করে রাখা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুশান্তের ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার কারনে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। শরীরে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি অভিনেতার।
এর আগে ড. আর এন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে হয় সুশান্তের প্রাথমিক ময়না তদন্ত। তিনজন চিকিৎসক স্বাক্ষর করেন সেই রিপোর্টে। চূড়ান্ত রিপোর্টে স্বাক্ষর করেছেন পাঁচজন চিকিৎসক। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাঁর নখেও অন্য কোনও ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত মুম্বই ২৩ জনের বয়ান রেকর্ড করেছে। তার মধ্যে অভিনেতার বাবা, তিন বোন, বান্ধবী রিয়া চক্রবর্তী, রাঁধুনি, ম্যানেজার, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন। পুলিস সূত্রে খবর, অভিনেতার আবাসনের সিসিটিভি ঠিকই কাজ করছিল। পাশের ঘরেই ছিল সুশান্তের পোষ্য ফাজ। তদন্তকারীরা জানিয়েছেন, সুশান্তের ভিসেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা।