১৮ জুন থেকে কড়া লকডাউন আর রাষ্ট্রপতি শাসন! জেনে নিন আসল তথ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর এই লকডাউন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু খবর ভাইরাল হচ্ছে। আর সেই ভাইরাল হওয়া ম্যাসেজের মধ্যে একটি হল, দিল্লী NCR-এ আগামী ১৮ জুন থেকে সম্পূর্ণ লকডাউন জারি হচ্ছে আর রাষ্ট্রপতি শাসনও জারি হচ্ছে। আমরা এই ভাইরাল ম্যাসজের খোঁজ নিই। আসুন জেনে নিন, ওই ভাইরাল ম্যাসেজের আসল কাহিনী।

আরও পড়ুনঃ ১৫ জুনের পর আবারও দেশে জারি হবে সম্পূর্ণ লকডাউন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল খবর

ওই ভাইরাল ম্যাসেজে বলা হয়েছে যে, ‘স্বরাষ্ট্র মন্ত্রকের সুত্র থেকে জানা গেছে যে ১৮ জুন থেকে দিল্লী-এনসিআরে সম্পূর্ণ লকডাউন জারি হবে। আর ওই লকডাউন ৪ সপ্তাহ থাকবে। আর গত বারের তুলনায় এবারের লকডাউন আরও কড়া হবে। এই লকডাউনে কাউকেই বাইরে বেরনোর অনুমতি দেওয়া হবে না। এর সাথে সাথে দিল্লীতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে। সেই জন্য সবাই নিজের নিজের কাজ গুছিয়ে নিন।”

এই ম্যাসেজের সত্যতা জানার জন্য যখন তদন্ত চালানো হয়, তখন জানা যায় যে ওই ম্যাসেজ সম্পূর্ণ মিথ্যে। সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর তরফ থেকে এই ম্যাসজের ফ্যাক্ট চেক করা হয়। PIB ওই ভাইরাল ম্যাসেজকে ফেক নিউজ বলে জানিয়েছে। এও জানানো হয়েছে যে, সরকারের তরফ থেকে এরকম কোন পরিকল্পনা নেই।

আরেকদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লীতে বর্ধিত করোনা ভাইরাসের মামলা দেখে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উনি করোনাকে ঠেকাতে এবং এর থেকে রেহাই পেতে সর্বদলীয় বৈঠকও ডাকেন। উনি আজ দিল্লীর পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক সারেন। এছাড়াও দিল্লীতে করোনার রোগীদের সুচিকিৎসার জন্য তিনি রেলের ৯০০ টি কামরা দেওয়ার ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

X