বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য গোটা দেশে লকডাউন জারি আছে। আর এই কারণে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ শ্রমিক (Migrant Worker) আটকে পড়েছে। সরকার তাদের গৃহ রাজ্যে ফেরানোর জন্য স্পেশ্যাল ট্রেনেরও ব্যবস্থা করেছে। কিন্তু এরপরেও কিছু শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফেরার জন্য রাস্তায় নেমে পড়েছে। আর এর মধ্যে কলকাতা থেকে উড়িষ্যায় নিজের বাড়ি ফেরত যেতে চাওয়া শ্রমিকের রাস্তায় মৃত্যু ঘটল।
লকডাউনের মধ্যে কলকাতা থেকে উড়িষ্যায় ককাটপুরে নিজের বাড়ি ফেরত যেতে চাওয়া ৫৬ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কড়া রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায় আর তাঁর মৃত্যু ঘটে। পুলিশ জানায়, ন্যাশানাল হাইওয়ে ৬০ এ জলেশ্বরের পাশে সে আচমকাই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়।
পুলিশ জানায়, ওই শ্রমিককে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আধিকারিকরা জানান, ওই শ্রমিক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে নিজের পৈতৃক ভিটে ককাটপুরে হেঁটে যাচ্ছিল। পোস্ট মর্টেমের পর তাঁর শরীর গ্রামে পাঠানো হবে।
কেন্দ্রর সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলোকে একটি নির্দেশিকা জারি করে বলেছিল যে, রাস্তা এবং রেল লাইনে শ্রমিকদের দেখলে তাদের খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর এটাও দায়িত্ব নিতে হবে যে, তাঁরা যেন নিজের গন্তব্যস্থলে বিশেষ ট্রেনের মাধ্যমেই যায়। সমস্ত রাজ্য সরকার আর কেন্দ্র শাসিত প্রদেশকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা এই নির্দেশ দিয়েছিলেন।