অপহরণের পরই পালাল দুষ্কৃতীরা, সোদপুর থেকে উদ্ধার শিলিগুড়ির নাবালিকা

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার রাতে সোদপুর থেকে উদ্ধার করা হল শিলিগুড়ির এক আদিবাসী নাবালিকাকে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় খড়দহ থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, সোদপুরের ৮ নম্বর রেলগেটের কাছে কিছু মানুষ ওই নাবালিকাটিকে ঘোরাফেরা করতে দেখেন।

নাবালিকাকে দেখে সন্দেহ জাগে তাদের মনে। এরপর তার সাথে কথা বলে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন যে ঘুরতে যাওয়ার নাম করে শিলিগুড়ি থেকে দুজন যুবক তাকে এখানে নিয়ে এসেছিল। এরপর দুজনেই রাস্তায় তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে নাবালিকা।

অভিযোগ এরপর ওই দুজন যুবক তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন যে ওই নাবালিকাকে হয়ত পাচার করার উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার পর নাবালিকা রীতিমতো ভয় পেয়ে রয়েছে। ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ওই এলাকা থেকে মঙ্গলবার রাতে নাবালিকাটিকে উদ্ধার করে তারা।katiharminorgirlsrapeandmurder 1000 0

উদ্ধারের পর নাবালিকাকে নিয়ে আসা হয় খড়দহ থানায়। খড়দহ থানায় ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কি উদ্দেশ্যে তাকে এখানে নিয়ে আসা হয়েছে সেই ব্যাপারে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আপাতত নাবালিকাটিকে একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। দুই যুবকের খোঁজে তদন্ত চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর